নিস্ফল আবেগ
অস্পষ্ট স্মৃতির জালে জড়িয়ে অকারণ
নিস্ফল আবেগের এ কি উল্লম্ফন!
দহণের বিষে ভরা সু-তীব্র দংশন
একি উন্মত্ততা! একি খেলা অচেতন!
হায়! নিজেরে আজ অচেনা লাগে বড়ো
কুসুমাকীর্ণ পথ পাড়ি দিয়ে জড়সড়ো!
মিশে গেছে পথ অজানিতে মরু পথে এসে
যেখানে অনন্ত তৃষ্ণা প্রতিকণায় রয় মিশে
অর্ধফোটা পুষ্পের চুয়ে পড়া মাতাল সৌরভ
রুক্ষ সাহারার বুকে তারও মেলে অনুভব
হায়! যেখানে লুন্ঠিত শত স্বপ্ন-আধার
ব্যথা নিঃশেষ শুষে নিলো সুখের পাথার
রৌদ্রক্লিষ্ট বালূকাময় সে বিশুষ্ক চড়ে
স্মৃতির মেঘ-ছায়া কেন এসে পড়ে!
আঁধারের যে আকাশ পেলাম উপহার
তার বুকে মন কেন আঁকে চাঁদ বারেবার!
হায়! এ আবেগ, এ ভুল ছাড়া কিছু নয়
শুধু মিছে, প্রাণ নিয়ে উপহাস করছে সময়।।
নিস্ফল আবেগের এ কি উল্লম্ফন!
দহণের বিষে ভরা সু-তীব্র দংশন
একি উন্মত্ততা! একি খেলা অচেতন!
হায়! নিজেরে আজ অচেনা লাগে বড়ো
কুসুমাকীর্ণ পথ পাড়ি দিয়ে জড়সড়ো!
মিশে গেছে পথ অজানিতে মরু পথে এসে
যেখানে অনন্ত তৃষ্ণা প্রতিকণায় রয় মিশে
অর্ধফোটা পুষ্পের চুয়ে পড়া মাতাল সৌরভ
রুক্ষ সাহারার বুকে তারও মেলে অনুভব
হায়! যেখানে লুন্ঠিত শত স্বপ্ন-আধার
ব্যথা নিঃশেষ শুষে নিলো সুখের পাথার
রৌদ্রক্লিষ্ট বালূকাময় সে বিশুষ্ক চড়ে
স্মৃতির মেঘ-ছায়া কেন এসে পড়ে!
আঁধারের যে আকাশ পেলাম উপহার
তার বুকে মন কেন আঁকে চাঁদ বারেবার!
হায়! এ আবেগ, এ ভুল ছাড়া কিছু নয়
শুধু মিছে, প্রাণ নিয়ে উপহাস করছে সময়।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অনিরুদ্ধ বুলবুল ২০/১০/২০১৪
-
উদ্বাস্তু নিশাচর ১৪/১০/২০১৪ভালো হয়েছে কবি
-
আর. কে. (র্নিবাক আমি) ১৩/১০/২০১৪দারুণ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১০/১০/২০১৪অনেক সুন্দর একটা লেখা ভালো লাগলো।
-
অনিরুদ্ধ বুলবুল ০৯/১০/২০১৪কবির আবেগ নানান বাস্ততার চড়ায় বারবার ঘষা খেয়ে নিষ্ফল বলে প্রতিভাত।
কবির প্রতি শান্তনা -
সবই নিষ্ফল নয়, পথ পরিক্রমার শেষে কখনো আবার 'আঁধারের আকাশ ফুঁড়ে বাঁকা চাঁদের হাসি' ও দেখা যায়।
ভাল লাগল, কবিকে অভিনন্দন। -
মো : রাফায়েত আলম রিফাত ০৮/১০/২০১৪Nice
-
আফরান মোল্লা ০৫/১০/২০১৪নিস্ফল আবেগের এ কি উল্লম্ফন!. . . .
ভাল লেগেছে কবি॥ -
চূড়ান্ত ০৪/১০/২০১৪ভালো লাগল
-
স্বপন শর্মা ০৪/১০/২০১৪চমৎকার শব্দ মালা....
-
মঞ্জুর হোসেন মৃদুল ০৩/১০/২০১৪বাহ বেশ লাগল।
-
মনিরুজ্জামান শুভ্র ০৩/১০/২০১৪ভাল লাগলো কবি । ভাল থাকবেন ।
তার বুকে মন কেন আঁকে চাঁদ বারবার" -
অনবদ্য প্রকাশ। তবে ছন্দের মিলের জন্য লাইনটা এমন হলে কি আরো ভাল দেখায় -"তার বুকে কেন মন আঁকে চাঁদ বারেবার"?
ভাবে ও শব্দ সুষমায় বেশ সুন্দর তবে প্রেজেন্টেশনটা আর একটু দৃষ্টিগ্রাহ্য হলে ভাল হয়।
ধন্যবাদ কবি