স্বপ্ন প্রাসাদ
হৃদয় জমিনে গড়েছি যাহারে
লাখো স্বপ্নের ইটে,
বুঝিনি গাথুনি এত নড়বড়ে
জোর নাই কংক্রীটে।
ভেবেছি যাহারে সাজাবো আমূল
রঙে রঙে সযতনে,
ভালবাসা দিয়া তুলিব ভরিয়া
স্বপন সম্মোহনে।
ভাবি নাই আমি ভাবি নাই কভু
মরীচিকা সে যে শুধু,
প্রখর রোদেলা উত্তাপময়
নিজন সাহারা ধূ ধূ।
করে হায় হায় কেঁদে উঠে প্রাণ
শুকায়েছে আঁখিজল,
রুদ্ধ আবেগ তোলপাড়ে বুকে
বেদনারা অবিচল।
স্বপ্ন ইমারত টুটিল নিমেষে
ধূলিতলে লুটে আশা,
হেসে কুটি কুটি হতাশারা তাই
ভ্রুকুটি হানিছে খাসা।।
লাখো স্বপ্নের ইটে,
বুঝিনি গাথুনি এত নড়বড়ে
জোর নাই কংক্রীটে।
ভেবেছি যাহারে সাজাবো আমূল
রঙে রঙে সযতনে,
ভালবাসা দিয়া তুলিব ভরিয়া
স্বপন সম্মোহনে।
ভাবি নাই আমি ভাবি নাই কভু
মরীচিকা সে যে শুধু,
প্রখর রোদেলা উত্তাপময়
নিজন সাহারা ধূ ধূ।
করে হায় হায় কেঁদে উঠে প্রাণ
শুকায়েছে আঁখিজল,
রুদ্ধ আবেগ তোলপাড়ে বুকে
বেদনারা অবিচল।
স্বপ্ন ইমারত টুটিল নিমেষে
ধূলিতলে লুটে আশা,
হেসে কুটি কুটি হতাশারা তাই
ভ্রুকুটি হানিছে খাসা।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
একনিষ্ঠ অনুগত ০৪/১০/২০১৪ভালো লাগল অনেক...।।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৯/০৯/২০১৪কংক্রিট টা একটু দেখে দাম দিয়ে কিনবেন। ভালো হয়েছে লেখাটা।
-
মাসুম মুনাওয়ার ২৯/০৯/২০১৪ভাল
-
কৌশিক আজাদ প্রণয় ২৯/০৯/২০১৪হতাশারা ভ্রুকুটি করছে, কবির নিঃসঙ্গতা নিজন সাহারার মতই ধু ধু। ভালোবাসার শক্তি থাকার পরেও অদৃশ্য শাপে বর্ণীত বিচ্ছেদ কবির ভাবনার বাইরে। শব্দ, ছন্দ, ভাব সব মিলিয়ে ১০০ তে ১০০। উপমা গুলো অসাধারণ।
-
মনিরুজ্জামান শুভ্র ২৮/০৯/২০১৪ভাল লাগলো কবি ।
-
স্বপন রোজারিও(১) ২৮/০৯/২০১৪চমৎকার হয়েছে।