সহসা অাঁধার রাতে
সহসা আঁধার রাতে,
যদি দুয়ারে এসে দাঁড়াই একাকী
আকাশের তারা হাতে,
ফিরে যদি কভু আসি একদা
নিভৃতে নিরালাতে।
জনম পিয়াসী কাতর প্রাণের
জুড়াতে তৃষ্ণা-জ্বালা,
ছূঁতে যদি আসি শীতল চোখের
অবারিত মেঘ-মালা--
তোমার মাটির ঘরে,
আকাশের দূর ছাউনী হতে
তখনো চাঁদণী ঝরে,
বাগানের ফোটা ফুল- সুবাসে
ঢুুলুঢুলু নেশাভারে,
দুলছে রজণী তন্দ্রা আবেশে
হাওয়ার দোলনা চড়ে।
তুমি জাগিছো নিদ্রাহীন,
নয়নের আলো স্বপনের দিয়া
করিছে প্রদক্ষিন,
আমি যদি এসে তোমায় ডাকি
গোপন সে নাম ধরে,
বুকের পাতায় খোদাই যে নাম
স্বপনের অক্ষরে,
খোলবে কি তুমি দুয়ার?
অচিণ বলে লাগাবে দুয়ারে
কপাট পুনর্বার??
যদি দুয়ারে এসে দাঁড়াই একাকী
আকাশের তারা হাতে,
ফিরে যদি কভু আসি একদা
নিভৃতে নিরালাতে।
জনম পিয়াসী কাতর প্রাণের
জুড়াতে তৃষ্ণা-জ্বালা,
ছূঁতে যদি আসি শীতল চোখের
অবারিত মেঘ-মালা--
তোমার মাটির ঘরে,
আকাশের দূর ছাউনী হতে
তখনো চাঁদণী ঝরে,
বাগানের ফোটা ফুল- সুবাসে
ঢুুলুঢুলু নেশাভারে,
দুলছে রজণী তন্দ্রা আবেশে
হাওয়ার দোলনা চড়ে।
তুমি জাগিছো নিদ্রাহীন,
নয়নের আলো স্বপনের দিয়া
করিছে প্রদক্ষিন,
আমি যদি এসে তোমায় ডাকি
গোপন সে নাম ধরে,
বুকের পাতায় খোদাই যে নাম
স্বপনের অক্ষরে,
খোলবে কি তুমি দুয়ার?
অচিণ বলে লাগাবে দুয়ারে
কপাট পুনর্বার??
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইদুর রহমান ২৮/০৯/২০১৪চমৎকার লাগলো।
-
কৌশিক আজাদ প্রণয় ২৮/০৯/২০১৪চমৎকার লাগলো কবি। বিশেষ করে ছন্দের বিন্যাসটা। ককক খখ, গগগগ, ঘঘ গগ ঙঙ... তবে ৩ টা স্তবকে ছন্দের বিন্যাসটা একরকম থাকলে আরও বেশী নান্দনিক হতো। অসাধারণ ভাবে তুলে ধরেছেন এক কল্পলোকের ভুবন।
-
মোঃওবায় দুল হক ২৮/০৯/২০১৪Cemot ker
-
বেনামী পত্তনদার ২৭/০৯/২০১৪এমন যদি হত......।।
-
মঞ্জুর হোসেন মৃদুল ২৭/০৯/২০১৪দারুন।
-
আহমাদ সাজিদ ২৭/০৯/২০১৪ভালো।
-
মনিরুজ্জামান শুভ্র ২৭/০৯/২০১৪অনেক ভাল লাগলো ।