শবনম
-এই শোনো, অনেক কাল ধরে তোমাকে
একটি নতুন নাম দেবো বলে ভাবছি
কি নামে ডাকবো তোমায়?
-তোমার যা ইচ্ছে..
-ইচ্ছেতো হয় কিন্তু শংকা যে পিছু ছাড়েনা
-কিসের শংকা?
-মুদ্রার ও পিঠের মতো যদি ঢাকা পড়ে যাও
-বুঝিনি..
-ভাবি তোমাকে 'শবনম' বলে ডাকবো
ভোরের প্রথম কিরণ বুকে মাখা ঝিলমিল 'শবনম'
ঘাসের সবুজ মাখা লকলকে আমার প্রাণের
শীর্ষপ্রান্তে শীতলতার পরশ মাখা শবনম
আমার বুকের প'রে ভর করে উজ্জল তুমি
ভাবি তাতে কতটুকুইবা আমার করে পাই তোমায়
হয়তো টুপ করে ঝরে পরে বিলীন হবে
নয়তো ধীরে হাওয়ার বুকে যাবে মিশে
দ্রুত ঝেড়ে ফেলি সাধ,
না, তোমাকে হারাতে চাইনা কোন কালেই
-কেন?
-ভালবাসি যে তোমায়..
প্রাণের সজীবতা তুমি, নির্জীবতায় বাঁচা অর্থহীন
কভু ভাবি 'কবিতা' বলব..
ভালবাসার রসসিক্ত প্রেমময় চিরসুন্দর আমার 'কবিতা'
মনের গহীণতায় যার বসতি
-না, না তারচেয়ে অন্য কিছু বলো
-কেন?
-প্রেমময় কবিতায় আমার বড্ড ভয়
এযে কবির অন্তরভেদী হাহাকার কিংবা স্বপ্ন
আমি হাহাকার কিংবা স্বপ্ন হয়ে থাকতে চাইনা
তোমার বুকে, আত্মার খুব কাছে মাথা রেখে শুতে চাই..
আর কিছু নয়...
একটি নতুন নাম দেবো বলে ভাবছি
কি নামে ডাকবো তোমায়?
-তোমার যা ইচ্ছে..
-ইচ্ছেতো হয় কিন্তু শংকা যে পিছু ছাড়েনা
-কিসের শংকা?
-মুদ্রার ও পিঠের মতো যদি ঢাকা পড়ে যাও
-বুঝিনি..
-ভাবি তোমাকে 'শবনম' বলে ডাকবো
ভোরের প্রথম কিরণ বুকে মাখা ঝিলমিল 'শবনম'
ঘাসের সবুজ মাখা লকলকে আমার প্রাণের
শীর্ষপ্রান্তে শীতলতার পরশ মাখা শবনম
আমার বুকের প'রে ভর করে উজ্জল তুমি
ভাবি তাতে কতটুকুইবা আমার করে পাই তোমায়
হয়তো টুপ করে ঝরে পরে বিলীন হবে
নয়তো ধীরে হাওয়ার বুকে যাবে মিশে
দ্রুত ঝেড়ে ফেলি সাধ,
না, তোমাকে হারাতে চাইনা কোন কালেই
-কেন?
-ভালবাসি যে তোমায়..
প্রাণের সজীবতা তুমি, নির্জীবতায় বাঁচা অর্থহীন
কভু ভাবি 'কবিতা' বলব..
ভালবাসার রসসিক্ত প্রেমময় চিরসুন্দর আমার 'কবিতা'
মনের গহীণতায় যার বসতি
-না, না তারচেয়ে অন্য কিছু বলো
-কেন?
-প্রেমময় কবিতায় আমার বড্ড ভয়
এযে কবির অন্তরভেদী হাহাকার কিংবা স্বপ্ন
আমি হাহাকার কিংবা স্বপ্ন হয়ে থাকতে চাইনা
তোমার বুকে, আত্মার খুব কাছে মাথা রেখে শুতে চাই..
আর কিছু নয়...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ সোহেল মাহমুদ ২৬/০৯/২০১৪শবনম পড়ে ভালো লাগলো, সত্যিকারের শবনম নাকি কবিতা, যদি ভালবাসা হয়, তাহলে দোয়া রইলো তোমার ভালবাসার...
-
স্বপন রোজারিও(১) ২৬/০৯/২০১৪ভালো। শবনমের প্রতি ভালবাসা।
-
নাহার ২৫/০৯/২০১৪'শবনম' ও 'কবিতা 'অসাধারণ দুটি নাম কবি. কবি তুমি ধন্য. ধন্য তোমার কবিতা,,, তোমার শবনম,,,,, তোমার ভালবাসা,,,,