একটি বিশেষ সাক্ষাৎকার (ছড়া)
অফিসের এক সাহেব এসে
বলল হঠাৎ মুচকি হেসে
'বড় সাহেব নেই অফিসে,
আমায় বলুন কি দরকার'
ঘন্টা দুয়েক বসে থেকে
মেজাজখানা গেছে বেঁকে
তবু মাথা ঠান্ডা রেখে
বললাম "নেব সাক্ষাৎকার।"
বললে তিনি ' দুঃখিত ভাই
অফিসের আইনেতে নাই
অপেক্ষাতে কেন্ অযথাই
দেখা ভুলেও করবে নাতো স্যার।
দেখা হলেও লাভ কি আছে?
সত্যি কথা স্যারের কাছে!!
কষ্ট ক্যান ভাই মিছে মিছে
বলুন দেখি কি আছে ভাই জানার'।
বললাম তারে "তাতো নিশ্চয়,
সত্যি বলেন, নাই কোন ভয়
রাখবো গোপন সব পরিচয়
ঘুষ নাকি খান? সত্যি কতক তার"?
'করব কি ভাই ঘুষ না খেয়ে
ঘুষখোর আছে দেশটা ছেয়ে
চারদিকেতে পড়ছে বেয়ে
ঘুষের ঝাঁঝাঁল মধূর রস
আমিও খাই, পিয়নও খায়
না খেয়ে আর আছে উপায়!!
মাতাল সবাই ঘুষের নেশায়
দারোয়ান থেকে সাহেব-বস!'
"একটা কথা আমায় জানান
ঘুষের টাকা কে কত পান?
কে পায় গোলা কে পায় কামান?"
'আস্তে বলেন, কান আছে ভাই দেয়ালের।
আমিতো ভাই চুঁনোপুঁটি,
কাদায় জলে লুটোপুটি
প্রাণপণে ভাই চাঁটি আঁটি
ফলটা রাঘব বোয়ালের'।
"ভাবুন তো ভাই এমন রীতি
ভেস্তে গেলে নিয়ম-নীতি
ঘুষের নেশায় অন্ধ জাতি
দেশটা শেষে ঠেকবে কোথায় গিয়ে?"
'ভাবব্ আমি! কোথায় সময়?
ভাবার কাজটা আমার তো নয়
কাজের ভীড়ে সময় পেরুয়
বেরুন তো ভাই বকবকানি নিয়ে।'
বলল হঠাৎ মুচকি হেসে
'বড় সাহেব নেই অফিসে,
আমায় বলুন কি দরকার'
ঘন্টা দুয়েক বসে থেকে
মেজাজখানা গেছে বেঁকে
তবু মাথা ঠান্ডা রেখে
বললাম "নেব সাক্ষাৎকার।"
বললে তিনি ' দুঃখিত ভাই
অফিসের আইনেতে নাই
অপেক্ষাতে কেন্ অযথাই
দেখা ভুলেও করবে নাতো স্যার।
দেখা হলেও লাভ কি আছে?
সত্যি কথা স্যারের কাছে!!
কষ্ট ক্যান ভাই মিছে মিছে
বলুন দেখি কি আছে ভাই জানার'।
বললাম তারে "তাতো নিশ্চয়,
সত্যি বলেন, নাই কোন ভয়
রাখবো গোপন সব পরিচয়
ঘুষ নাকি খান? সত্যি কতক তার"?
'করব কি ভাই ঘুষ না খেয়ে
ঘুষখোর আছে দেশটা ছেয়ে
চারদিকেতে পড়ছে বেয়ে
ঘুষের ঝাঁঝাঁল মধূর রস
আমিও খাই, পিয়নও খায়
না খেয়ে আর আছে উপায়!!
মাতাল সবাই ঘুষের নেশায়
দারোয়ান থেকে সাহেব-বস!'
"একটা কথা আমায় জানান
ঘুষের টাকা কে কত পান?
কে পায় গোলা কে পায় কামান?"
'আস্তে বলেন, কান আছে ভাই দেয়ালের।
আমিতো ভাই চুঁনোপুঁটি,
কাদায় জলে লুটোপুটি
প্রাণপণে ভাই চাঁটি আঁটি
ফলটা রাঘব বোয়ালের'।
"ভাবুন তো ভাই এমন রীতি
ভেস্তে গেলে নিয়ম-নীতি
ঘুষের নেশায় অন্ধ জাতি
দেশটা শেষে ঠেকবে কোথায় গিয়ে?"
'ভাবব্ আমি! কোথায় সময়?
ভাবার কাজটা আমার তো নয়
কাজের ভীড়ে সময় পেরুয়
বেরুন তো ভাই বকবকানি নিয়ে।'
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনিরুজ্জামান শুভ্র ২৪/০৯/২০১৪ভাল লাগলো ।
-
মঞ্জুর হোসেন মৃদুল ২৪/০৯/২০১৪বেশ লাগল।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৪/০৯/২০১৪ব্যাপারটা অনেকটা
কোনো না কোনাে দল তোমাকে করতেই হবে যেনাে
নিরীহ লোকেদের এই দেশেতে নেইতো স্থান কোনো।
ভালো হয়েছে।