আর কতকাল
আর কতকাল একলা বসে
রইবো পথ চেয়ে
বেলা আমার তিলে তিলে
যায় যে দূরে বয়ে
তােমার পথ চেয়ে।
হিয়ার তীরে ঢেউ খেলে যায়
দুকুল ছাপা জল
গুমরে কাঁদে করুন স্বরে
যৌবন কল্লোল
উদাসী বায় হারায় দূরে
ব্যথার গীতি গেয়ে
আর কতকাল একলা বসে
রইবো পথ চেয়ে।
সখা আমার ফুলেল বনে
করছে ফাগুন খেলা
হৃদয়-পটে স্বপন এঁকে
কাটছে নিরস বেলা
পরছে ঝরে পরাগ রেণু
আসার আশা লয়ে
আর কতকাল একলা থাকা
তোমার পথ চেয়ে।
সখা আমার নিশি পোহায়
চন্দ্র ডোবে-ডোবে
তনু সদাই রয় জেগে রয়
সুখ- পরশ লােভে
পিয়াসী মন বিষিয়ে উঠে
নয়ন জলে নেয়ে
আর কতকাল রইবো আশায়
ব্যথার গীতি গেয়ে।।
রইবো পথ চেয়ে
বেলা আমার তিলে তিলে
যায় যে দূরে বয়ে
তােমার পথ চেয়ে।
হিয়ার তীরে ঢেউ খেলে যায়
দুকুল ছাপা জল
গুমরে কাঁদে করুন স্বরে
যৌবন কল্লোল
উদাসী বায় হারায় দূরে
ব্যথার গীতি গেয়ে
আর কতকাল একলা বসে
রইবো পথ চেয়ে।
সখা আমার ফুলেল বনে
করছে ফাগুন খেলা
হৃদয়-পটে স্বপন এঁকে
কাটছে নিরস বেলা
পরছে ঝরে পরাগ রেণু
আসার আশা লয়ে
আর কতকাল একলা থাকা
তোমার পথ চেয়ে।
সখা আমার নিশি পোহায়
চন্দ্র ডোবে-ডোবে
তনু সদাই রয় জেগে রয়
সুখ- পরশ লােভে
পিয়াসী মন বিষিয়ে উঠে
নয়ন জলে নেয়ে
আর কতকাল রইবো আশায়
ব্যথার গীতি গেয়ে।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৪/০৯/২০১৪আর কতকাল একা রইবো। তবে হ্যা একলা থাকার মজাই আলাদা। লেখাটা ভালো লাগলো।
-
একনিষ্ঠ অনুগত ২১/০৯/২০১৪দারুন গীতি কবিতা। ভালো লাগলো আমার কাছে। ৭/১০।
-
শিমুদা ১৯/০৯/২০১৪ভাল লেগেছে কবিতা