সোনার পুতুল
আমার মাথায় গামছা বাঁধা, তোর পড়নে শাড়ী
ক্ষেতের আ'লে বসবি তুই মুখটি করে হাড়ি
দামাল হাওয়ায় উড়বে তোর ছড়িয়ে পড়া কেশ
মুখ লুকিয়ে হাসবে ঘাস ওই দেখে পাগলী বেশ
হাতে তুলে তুই মাটির ঢেলা ছুঁড়বি আপন মনে
রাঙা চুড়ি তোর উঠবে বেজে সবুজ ঘাসের বনে
মাথার গামছা ঝুলিয়ে গলায় হাতের কাস্তে ফেলে
ছুটে এসে বসবো তোর ওই আঁচল-পাতা আ'লে
গাল ফুলিয়ে থাকবি চেয়ে শুন্য আকাশ পানে
মুখর মুখে আঁটবি কুলুপ নিরব অভিমানে
দীঘল তোর চোখের দিকে তাকিয়ে একটুখানি
বলব কে তোর পাকা ধানে হাল মেরেছে শুনি!
ফোঁস করে তুই উঠবি রেগে, গুটিয়ে আঁচলখানা
চলবি ধেয়ে তুই হনহনিয়ে, করব আমি মানা
হাতটি ধরে বসিয়ে কাছে চিবুক ধরে তুলে
বলব 'মেঘের ছায়া পড়ল কেন্ ওমন রাঙা ফুলে?'
বলবি তুই 'কেন এলেনা কালকে নদীর ধারে
পথ চেয়েছি কত আশায় দাঁড়িয়ে কাশের আঁড়ে
ছাই হলো মোর সকল আশা তোমার দেখা নাই
এবার ছাড়ো, কাজ আছে ঢের, এখন আমি যাই'
জড়িয়ে ধরে কোলের কাছে চুম্ মেখে কপালে
বলব তোরে 'এমনি ভুল আর হবেনা কোন কালে
আজ বিকালে আমবাগানে আসিস্ একটি বারে
সোনার পুতুল বউ সাজাবো মুতির গয়না-হারে।'
ক্ষেতের আ'লে বসবি তুই মুখটি করে হাড়ি
দামাল হাওয়ায় উড়বে তোর ছড়িয়ে পড়া কেশ
মুখ লুকিয়ে হাসবে ঘাস ওই দেখে পাগলী বেশ
হাতে তুলে তুই মাটির ঢেলা ছুঁড়বি আপন মনে
রাঙা চুড়ি তোর উঠবে বেজে সবুজ ঘাসের বনে
মাথার গামছা ঝুলিয়ে গলায় হাতের কাস্তে ফেলে
ছুটে এসে বসবো তোর ওই আঁচল-পাতা আ'লে
গাল ফুলিয়ে থাকবি চেয়ে শুন্য আকাশ পানে
মুখর মুখে আঁটবি কুলুপ নিরব অভিমানে
দীঘল তোর চোখের দিকে তাকিয়ে একটুখানি
বলব কে তোর পাকা ধানে হাল মেরেছে শুনি!
ফোঁস করে তুই উঠবি রেগে, গুটিয়ে আঁচলখানা
চলবি ধেয়ে তুই হনহনিয়ে, করব আমি মানা
হাতটি ধরে বসিয়ে কাছে চিবুক ধরে তুলে
বলব 'মেঘের ছায়া পড়ল কেন্ ওমন রাঙা ফুলে?'
বলবি তুই 'কেন এলেনা কালকে নদীর ধারে
পথ চেয়েছি কত আশায় দাঁড়িয়ে কাশের আঁড়ে
ছাই হলো মোর সকল আশা তোমার দেখা নাই
এবার ছাড়ো, কাজ আছে ঢের, এখন আমি যাই'
জড়িয়ে ধরে কোলের কাছে চুম্ মেখে কপালে
বলব তোরে 'এমনি ভুল আর হবেনা কোন কালে
আজ বিকালে আমবাগানে আসিস্ একটি বারে
সোনার পুতুল বউ সাজাবো মুতির গয়না-হারে।'
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৩/১০/২০১৪সোজা প্রিয়তে রেখে দিলাম। খুব ভালো লাগলো কবিতাটি।
-
একনিষ্ঠ অনুগত ১৪/০৯/২০১৪চমৎকার অনুভুতির প্রকাশ পেলো কবিতায়।। অনেক ভালো লেগেছে।
-
স্বপন রোজারিও(১) ১৩/০৯/২০১৪চমৎকার
-
শিমুদা ১৩/০৯/২০১৪অত্যন্ত ভাল লাগল কবিতাটি। প্রিয়ার অভিমান দেখতে, দুষ্টুমি করতে খুব ভাল লাগে। কবি মনে দারুন অনুভুতি।
-
মনিরুজ্জামান শুভ্র ১৩/০৯/২০১৪অনেক ভাল লাগলো।
-
মঞ্জুর হোসেন মৃদুল ১৩/০৯/২০১৪বেশ লাগল লেখনী।