পথ ভুলে
পথ ভুলে আজ এলাম তোমার মুসাফির খানায়
দাও পেয়ালায় শরাব ভরে, মরি পিপাসায়
আজ সাহারার গগণ তলে
উঠেছে চাঁদ আঁধার ভুলে
ফুটেছে গুল স্বপন-বাগে, নেশা মাখে বায়
দাও পেয়ালায় শরাব ভরে, মরি পিপাসায়।
এঁকেছে টিপ রূপালী চাঁদ আজকে মরুর ভালে
নাচছে হাওয়া বালির বুকে বাঁধার বসন খুলে
মখমলের ওই গালিচায়
তুফান তুলুক নুপুর দু'পায়
খোশ-দিলে আজ বান ডেকে যায়, দাওগো নেকাব খুলে
চুমুক্ এসে পথের ধূলি, রাত্রি উঠুক দুলে।
দাও পেয়ালায় শরাব ভরে বাঁজিয়ে কাঁকণ চুড়ি
আতসবাজীর ঝালর দোলাও মরুর অপ্সরী
ঘোমটা খোল, জুড়াই অাঁখি
শুন্য করে নেশার সাকী
স্বর্গটারে দাওগো হাতে, পোহায় বিভাবরী
আজ মুসাফির পথ ভুলে যাক্ নেশার এ পথ ধরি।
মউজ উঠেছে আজকে তোমার রঙিন জলসা ঘরে
লুটাক্ ধূলোয় রূপের শিখায় পতঙ্গ প্রান পুড়ে
বাজুক সানাই-সেতার-রবাব
জাগুক নিঁদেল বে-দিল শবাব
আতর-গোলাব-লোবান বাসে উদ্বেল হাওয়া জুড়ে
মধূর-রাগে উড়াও বানী মোহন মায়ার সুরে।
পান করে আজ সূরা-শরাব তোমার দরবারে
টুটাবো ঘায় বিষাদ-চূঁড়া নেশার তরবারে
কন্ঠে তোল সুর-লহড়ী
মরুর হাওয়া গগণ চিড়ি
আসুক নেমে স্বর্গপুরী তোমার কন্ঠ ধরে
আজ মুসাফির যাক্ হারিয়ে নতুন পথের ভীড়ে।
দাও পেয়ালায় শরাব ভরে, মরি পিপাসায়
আজ সাহারার গগণ তলে
উঠেছে চাঁদ আঁধার ভুলে
ফুটেছে গুল স্বপন-বাগে, নেশা মাখে বায়
দাও পেয়ালায় শরাব ভরে, মরি পিপাসায়।
এঁকেছে টিপ রূপালী চাঁদ আজকে মরুর ভালে
নাচছে হাওয়া বালির বুকে বাঁধার বসন খুলে
মখমলের ওই গালিচায়
তুফান তুলুক নুপুর দু'পায়
খোশ-দিলে আজ বান ডেকে যায়, দাওগো নেকাব খুলে
চুমুক্ এসে পথের ধূলি, রাত্রি উঠুক দুলে।
দাও পেয়ালায় শরাব ভরে বাঁজিয়ে কাঁকণ চুড়ি
আতসবাজীর ঝালর দোলাও মরুর অপ্সরী
ঘোমটা খোল, জুড়াই অাঁখি
শুন্য করে নেশার সাকী
স্বর্গটারে দাওগো হাতে, পোহায় বিভাবরী
আজ মুসাফির পথ ভুলে যাক্ নেশার এ পথ ধরি।
মউজ উঠেছে আজকে তোমার রঙিন জলসা ঘরে
লুটাক্ ধূলোয় রূপের শিখায় পতঙ্গ প্রান পুড়ে
বাজুক সানাই-সেতার-রবাব
জাগুক নিঁদেল বে-দিল শবাব
আতর-গোলাব-লোবান বাসে উদ্বেল হাওয়া জুড়ে
মধূর-রাগে উড়াও বানী মোহন মায়ার সুরে।
পান করে আজ সূরা-শরাব তোমার দরবারে
টুটাবো ঘায় বিষাদ-চূঁড়া নেশার তরবারে
কন্ঠে তোল সুর-লহড়ী
মরুর হাওয়া গগণ চিড়ি
আসুক নেমে স্বর্গপুরী তোমার কন্ঠ ধরে
আজ মুসাফির যাক্ হারিয়ে নতুন পথের ভীড়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শিমুদা ১৩/০৯/২০১৪ভাল লাগেছে।
-
মঞ্জুর হোসেন মৃদুল ১৩/০৯/২০১৪চমৎকার লাগল।
-
স্বপন রোজারিও(১) ১৩/০৯/২০১৪খুবই সুন্দর হয়েছে কবি।
-
মোহাম্মদ মাসুদ ১২/০৯/২০১৪অনেক সুন্দর হয়েছে। এক কথায় অসাধারণ,,, এ সময়ে এমন লেখা সচরাচর চোখে পড়েনা, এগিয়ে যান কবি....
-
হেস্পারাস প্রবল ১২/০৯/২০১৪ফররুখ আহমদের মতই আরবী ও ফার্সি শব্দের ব্যবহার বেশি হয়েছে। তবে সার্বিক দিক দিয়ে অসাধারণ অবয়বে গঠিত হয়েছে।