প্রয়োজন ছিল
ভালো থাকার প্রয়োজন ছিল, কিন্তু ভালো নেই
এ সময়টা সুখে ভাসবার, দুঃখে ডোবার নয়
তবু ভাসিনা, তবু ডুবে আছি অথৈ হতাশায়
জানতে চাইছো, কেন?
প্রশ্নটা বড়ই অযাচিত, বেমানান তোমার মুখে
খোয়া যাওয়া রত্নভান্ডারের নিরর্থক প্রহরায়
কেবল ঘুমহীন থাকাই যে হলো আমার সাড়
দখিনের জানালা খুলে দিগন্ত পেরুনুু ইচ্ছা
নিছক মিথ্যে কল্পনার আতিশায্য মাত্র
এখন আছি প্রয়োজনহীন ভালো থাকায়
এখন আছি স্মৃতি-খাতার শেষ পৃষ্ঠা খোঁজায়
না-ফুরানো কিছু সময়ের ধীর কপিকলে
উঠা-নামার যান্ত্রিক বেরসিক আয়োজনে।।
এ সময়টা সুখে ভাসবার, দুঃখে ডোবার নয়
তবু ভাসিনা, তবু ডুবে আছি অথৈ হতাশায়
জানতে চাইছো, কেন?
প্রশ্নটা বড়ই অযাচিত, বেমানান তোমার মুখে
খোয়া যাওয়া রত্নভান্ডারের নিরর্থক প্রহরায়
কেবল ঘুমহীন থাকাই যে হলো আমার সাড়
দখিনের জানালা খুলে দিগন্ত পেরুনুু ইচ্ছা
নিছক মিথ্যে কল্পনার আতিশায্য মাত্র
এখন আছি প্রয়োজনহীন ভালো থাকায়
এখন আছি স্মৃতি-খাতার শেষ পৃষ্ঠা খোঁজায়
না-ফুরানো কিছু সময়ের ধীর কপিকলে
উঠা-নামার যান্ত্রিক বেরসিক আয়োজনে।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শরীফুল ইসলাম আরশ ১০/০৯/২০১৪ভালত
-
একনিষ্ঠ অনুগত ১০/০৯/২০১৪চমৎকার লেখনী।
-
আবু সাহেদ সরকার ০৯/০৯/২০১৪আসরে স্বাগতম কবি। দারুন লাগলো কবিতাটি। আমার পাতায় আসার আমন্ত্রণ।
-
মঞ্জুর হোসেন মৃদুল ০৯/০৯/২০১৪সুন্দর ভাবনার প্রকাশ।
-
শিমুল শুভ্র ০৯/০৯/২০১৪আসরে সুস্বাগতম
প্রথম প্রকাশ বেশ লাগলো ।