ভবিতব্য
কেন কিছু ভুল কর্ম জীবনে আসে
তার - ই স্রোতে বর্তমান গ্লানিময়ে ভাসে!
ভবিষ্যৎও ক্ষণে ক্ষণে প্রভাবিত ত্রাসে
সবই সয়ে যাই শুধু কল্যাণের আশে।
এই হল জীবন আর
জীবনের গল্প,
লাভ - লসে ব্যয় ভার
সময় জ্ঞান অল্প।
কান্না হাসির মিলনমেলায়
কান্নার ই যে জয় ;
কে আছে যে রুখবে সময়
ভবিতব্যের ভয়।
## এমএসবি নাজনীন লাকী ##
## ৩১ ডিসেম্বর ২০১৪ ##
## ত্রিশাল, ময়মনসিংহ##
তার - ই স্রোতে বর্তমান গ্লানিময়ে ভাসে!
ভবিষ্যৎও ক্ষণে ক্ষণে প্রভাবিত ত্রাসে
সবই সয়ে যাই শুধু কল্যাণের আশে।
এই হল জীবন আর
জীবনের গল্প,
লাভ - লসে ব্যয় ভার
সময় জ্ঞান অল্প।
কান্না হাসির মিলনমেলায়
কান্নার ই যে জয় ;
কে আছে যে রুখবে সময়
ভবিতব্যের ভয়।
## এমএসবি নাজনীন লাকী ##
## ৩১ ডিসেম্বর ২০১৪ ##
## ত্রিশাল, ময়মনসিংহ##
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবিদ আল আহসান ২৫/০১/২০১৫অনেক সুন্দর
-
সবুজ আহমেদ কক্স ২০/০১/২০১৫ভালো লাগলো
কবি লাকী ধন্যবাদ -
সবুজ আহমেদ কক্স ২০/০১/২০১৫ছন্দ ,অন্তমিল ,শব্দগাথুনী দারুন
ধন্যবাদ -
ইমন শরীফ ০৮/০১/২০১৫ভালো লিখেছেন কবি।
-
স্বপন শর্মা ০৩/০১/২০১৫Nice your write ....
-
অ ০২/০১/২০১৫খুব ভালো লাগল লেখাটি ।
-
রফছান খাঁন ৩১/১২/২০১৪ভালো লাগলো
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ৩১/১২/২০১৪কেন?
-
কৌশিক আজাদ প্রণয় ৩১/১২/২০১৪লাভভ< লাভ
অনুপ্রাস ভাল ছিল ছিল। শুরুটাতে "কেন" দিয়ে একই সাথে হতাশা আর জিজ্ঞাসাকে প্রকাশ করা হয়েছে। ভালোলাগা রইলো।