কথামালা
কথার ফাঁদে আমি বন্ধু
কথার ফাঁদে তুমি ;
কথার তরেই বন্ধুত্ব হয়
কথা -ই শত্রু ভূমি!
কথায় এমন কেমন জাদু
আজও হয়নি বুঝা ;
প্যাঁচাল কথার ভাব বুঝা
কঠিন নয়তো সোজা।
মুখের কথা মনের কথা
নয়তো মোটেও এক!
বিশ্বাসের চেয়ে অবিশ্বাস ই
গড়ে হৃদয়ে টেক।
কথায় মধু কথায় জাদু
কথায় তিক্ততা!
হাসি কান্না মনোভাবে
পরম স্বাধীনতা।
তারপরও কথার যে
হয়না কখনোই শেষ!
কথার মায়া প্রবাহিত
অসীম যে এর রেশ।
## Msb Nazneen Lucky ##
##30 December 2014##
## Jamtola Moar, Mymensingh ##
কথার ফাঁদে তুমি ;
কথার তরেই বন্ধুত্ব হয়
কথা -ই শত্রু ভূমি!
কথায় এমন কেমন জাদু
আজও হয়নি বুঝা ;
প্যাঁচাল কথার ভাব বুঝা
কঠিন নয়তো সোজা।
মুখের কথা মনের কথা
নয়তো মোটেও এক!
বিশ্বাসের চেয়ে অবিশ্বাস ই
গড়ে হৃদয়ে টেক।
কথায় মধু কথায় জাদু
কথায় তিক্ততা!
হাসি কান্না মনোভাবে
পরম স্বাধীনতা।
তারপরও কথার যে
হয়না কখনোই শেষ!
কথার মায়া প্রবাহিত
অসীম যে এর রেশ।
## Msb Nazneen Lucky ##
##30 December 2014##
## Jamtola Moar, Mymensingh ##
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কৌশিক আজাদ প্রণয় ৩০/১২/২০১৪
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ৩০/১২/২০১৪কথার লতাই বন্ধনের অন্যতম পথ। ভালো লাগলো আপনরা কথামালা গুলো।
হয়না কভু শেষ
কথার মায়া প্রবাহিত
অসীম যে এর রেশ।।
লাইন গুলো এভাবে দিলে মাত্রার বিচ্যুতি হয় না কবি। কবিতাটি অসাধারণ। ভালোলাগা রইলো।