জিহাদ নামের শিশুটিকে অনুগ্রহ কর প্রভু
কত আর বয়স তোমার
চঞ্চল তুমি জিহাদ!
খেলতে গিয়ে পড়লে তুমি
ওয়াসার পাম্পের পাইপ।
সাড়ে তিনে এত যন্ত্রণা
সইছো কেমনে -
জানে শুধু আল্লাহ্ পাক!
ছয়শ ফুট নিচে আছো
বিধাতার মিরাকলে-
চাই পাও তুমি ন্যায় ইনসাফ।
তোমায় উদ্ধারে ব্যস্ত সবাই
দেহ মনে খাটছে আজ!
আল্লাহ্ তুমি অনুগ্রহ কর
জিহাদ কে ফিরাও আমাদের মাঝ।
চাইছি প্রভু হৃদয় থেকে
মাসুম শিশুর উদ্ধার সফল হোক ;
তুমি বিনে কে বুঝবে প্রভু -
করছি দোয়া এত লোক।
:: হে আল্লাহ্! জিহাদ কে তুমি জীবিত উদ্ধার করাও ::
::আমিন! আমিন!! আমিন!! ::
::এমএসবি নাজনীন লাকী ::
:: ২৭ ডিসেম্বর ২০১৪ :::
চঞ্চল তুমি জিহাদ!
খেলতে গিয়ে পড়লে তুমি
ওয়াসার পাম্পের পাইপ।
সাড়ে তিনে এত যন্ত্রণা
সইছো কেমনে -
জানে শুধু আল্লাহ্ পাক!
ছয়শ ফুট নিচে আছো
বিধাতার মিরাকলে-
চাই পাও তুমি ন্যায় ইনসাফ।
তোমায় উদ্ধারে ব্যস্ত সবাই
দেহ মনে খাটছে আজ!
আল্লাহ্ তুমি অনুগ্রহ কর
জিহাদ কে ফিরাও আমাদের মাঝ।
চাইছি প্রভু হৃদয় থেকে
মাসুম শিশুর উদ্ধার সফল হোক ;
তুমি বিনে কে বুঝবে প্রভু -
করছি দোয়া এত লোক।
:: হে আল্লাহ্! জিহাদ কে তুমি জীবিত উদ্ধার করাও ::
::আমিন! আমিন!! আমিন!! ::
::এমএসবি নাজনীন লাকী ::
:: ২৭ ডিসেম্বর ২০১৪ :::
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবিদ আল আহসান ২৫/০১/২০১৫লাকি আপু সব সময়েই সুন্দর লিখে
-
মঞ্জুর হোসেন মৃদুল ২৭/১২/২০১৪ভাল লাগল
-
অ ২৭/১২/২০১৪কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হল ।
উদ্ধার হলেও বাঁচানো গেলোনা শিশু জিহাদকে ।
চোখের জল আর বাঁধা মানে না । -
সায়েম খান ২৭/১২/২০১৪পুরো বিষয়টি আমার কাছে রহস্যজনক লাগছে, তবে শিশুটি যদি সত্যিই ওখানে পড়ে থাকে তবে আল্লাহ যেন তাকে জীবিত উদ্ধার করার তৌফিক দেন।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৭/১২/২০১৪আমার মানবিকতায় মুগ্ধ আমি হয়তো সবাই।
তবে বিষয়টা আমার কাছে এখনো পরিস্কার না। ৬০০ নিচে একটি শিশু বলে জুস দিয়েছে জুস খেয়েছে। আরো কতকি? একটু কি নাটক মনে হচ্ছে না। ডন্ট মাইন্ড। ব্যাক্তিগত ধারনা মাত্র। -
অনিরুদ্ধ বুলবুল ২৭/১২/২০১৪হতভাগ্য শিশু জিহাদের জন্য আপনার ঐকান্তিক ভালবাসা আর শুভাকাঙ্খা পাঠক হৃদয়কেও মোচড় দিয়ে গেল। কবির এই মানবিক বোধটুকু বেশ ভাল লাগল।
অনেক অনেক শুভেচ্ছা কবিকে।