প্রারম্ভ ১
কিছু আনন্দ এমন থাকে যা শত চেষ্টার পরও অন্যকে বোঝানো যায় না। গল্প কখনও ফুরায় না, মাঝে মাঝে শুধু গতানুগতিক হয়ে যায় বলে পাঠকের অনুরাগ হারায়। তখন ঝট করে আমরা পাঁচ বছর পার দিই একটা কলমের আঁচড়ে। হৃদয়ে কিছু স্থান কিছু মানুষের জন্যেই রাখা থাকে, সে যায়গা সারা জীবন খালি থাকলেও অন্য কারো সাধ্যি নেই এসে তা পুরন করে। সময় বদলে দেয় অনেক কিছু তবু কিছু থাকে যা বদলানো যায় না। গল্পের শেষটা আমরা কেউ জানি না, অনিশ্চয়তা দিন রাত। বিশ্বাস একটাই গল্পটা তেমন ভাবেই শেষ হবে যেমনটা আমরা চাই, না হলে?... এটা শেষ নয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৬/০৩/২০১৭
আর দারুণ ভাবনার বহিঃপ্রকাশ