সখি কোথায় ছিলে
ও প্রাণের সখি গো কোথায় ছিলে,
আগে না খুঁজে পেলাম তোমারে।
আগে যদি আসতে তুমি
আমার ঘরে গো সখি,
দিতাম কত ভালবাসা।
টাকা কড়ি নাইবা ছিল
ছিল মনে বড় আশারে।
আগে যদি পেতাম তোমায়
আপন করে গো সখি,
দিতাম ফুলের কুঁড়ি।
সুগন্ধ ছড়ানোর আগেই
তোমায় দিতাম ঝুড়ি ঝুড়িরে।
আগে না খুঁজে পেলাম তোমারে।
আগে না খুঁজে পেলাম তোমারে।
আগে যদি আসতে তুমি
আমার ঘরে গো সখি,
দিতাম কত ভালবাসা।
টাকা কড়ি নাইবা ছিল
ছিল মনে বড় আশারে।
আগে যদি পেতাম তোমায়
আপন করে গো সখি,
দিতাম ফুলের কুঁড়ি।
সুগন্ধ ছড়ানোর আগেই
তোমায় দিতাম ঝুড়ি ঝুড়িরে।
আগে না খুঁজে পেলাম তোমারে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এম এস সজীব ৩০/১০/২০১৬গানের কলি কী?
-
jannatul ripa ২৮/১০/২০১৬চমৎকার লিখা
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৭/১০/২০১৬বন্ধুর জন্য ব্যাকুলতা
আগে যে হলনা দেখা। -
অঙ্কুর মজুমদার ২৫/১০/২০১৬vlo..
-
সাইয়িদ রফিকুল হক ২৫/১০/২০১৬বেশ গানের মতো।
-
মোস্তাফিজার সুজন ২৫/১০/২০১৬দারুন