হারানো স্মৃতি
সেই পথ,
যে পথের দু’দ্বারে
কদম ফুলের সৌরভে
মেতে উঠেছিল চন্দ্রিমার রাত।
সেই বাঁশঝার,
যেখানে বাঁশের গায়ে
ভুতুরে আধারের বুকেে
আলো জ্বেলেছিল জোনাকি পোকার দল।
সেই জলপাত,
যেখানে হ্রদের প্রান্তদেশে
জলের মৃদু ঝংকারে
পাথরগুলি হারিয়ে যাচ্ছিল অজানা স্রোতে।
সেই জঙ্গল,
যেখানে বুনোলতাটার
লঙ্কা বাহুগুলো
দক্ষিনা বাতাসে দোলতে থাকে সারাক্ষণ।
সেই রমণী,
যার কানের দুল, পায়ের নুপুর
সৌন্দার্যের আভা
মিষ্টি হাসি আজও তৃষ্ণার্ত করে রেখেছে।
সেই ভালবাসা,
যা হাতছানি দিয়ে ডাকে
জীবন্ত শিখার মত
জ্বলে উঠে হৃদয়ের স্মৃতির পাতায়।
যে পথের দু’দ্বারে
কদম ফুলের সৌরভে
মেতে উঠেছিল চন্দ্রিমার রাত।
সেই বাঁশঝার,
যেখানে বাঁশের গায়ে
ভুতুরে আধারের বুকেে
আলো জ্বেলেছিল জোনাকি পোকার দল।
সেই জলপাত,
যেখানে হ্রদের প্রান্তদেশে
জলের মৃদু ঝংকারে
পাথরগুলি হারিয়ে যাচ্ছিল অজানা স্রোতে।
সেই জঙ্গল,
যেখানে বুনোলতাটার
লঙ্কা বাহুগুলো
দক্ষিনা বাতাসে দোলতে থাকে সারাক্ষণ।
সেই রমণী,
যার কানের দুল, পায়ের নুপুর
সৌন্দার্যের আভা
মিষ্টি হাসি আজও তৃষ্ণার্ত করে রেখেছে।
সেই ভালবাসা,
যা হাতছানি দিয়ে ডাকে
জীবন্ত শিখার মত
জ্বলে উঠে হৃদয়ের স্মৃতির পাতায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পিয়ালী দত্ত ২৩/০৬/২০১৪সুন্দর...
-
নূরুজ্জামান নাঈম ২৩/০৬/২০১৪বর্ণনাত্মক- প্রকৃতি বিষয়ক কবিতা হলেও প্রেমের কমতি পেলাম না। ভাল, আমার পেজে আমন্ত্রণ রইল।
-
কবি মোঃ ইকবাল ২৩/০৬/২০১৪তারুণ্যে আপনাকে স্বাগতম।
কবিতার কথা আর কি বলবো!!!!
বেশ ভালো লেগেছে। শুভেচ্ছা কবি।