আম কুড়ানো শিশুরা
এক বৃক্ষ কাঁচা আম
হয়তো রোদে পেকে যাবে
অনন্ত আশা নিয়ে অপেক্ষায় থাকে
শিশুদের দল।
চৌত্রের শেষের দিকে
সবুজ আমের কাচা ঘ্রাণ,
শক্ত বোটায় বাধা
আমগুলো কার্পণ্য দেখায়।
তৃষ্ণার্ত পথিকের মত
শিশুদের দল
হা..... করে তাকিয়ে থাকে
কখন আম খাবে।
আযান ধ্বনিত সকালে অথবা
একগুচ্ছ আধার কেটে
বড়দের অজানাতে
চুপি-চুপি আসে আম কুড়াতে।
অন্তিম চৌত্র বেলা অথবা
চোখ রাঙানো মাতাল বৈশাখ
কোন কিছুতেই রূখতে পারে না
শিশুদের মোহগ্রস্ত দৃষ্টি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নূরুজ্জামান নাঈম ২২/০৬/২০১৪আপনার কবিতা ছেলে বেলায় টানছে কবি বর। ভালো থাকবেন।
-
আবু সাহেদ সরকার ২২/০৬/২০১৪খুব সুন্দর কবিতার প্রকাশ। তারুণ্যে স্বাগতম কবি। আমার পাতায় আসবেন।
-
কবি মোঃ ইকবাল ২২/০৬/২০১৪বেশ চমৎকার লিখনী। শুভ কামনা।