নপংসুক আজ জাতি
ভারত মাতা বন্ধু মোদের
মারছে না হয় গুলি
এখন দেখি বার্মা এসেও
উড়িয়ে নেয় খুলি !!
ভারত না হয় ইজারাদার
বার্মা মোদের কি?
তবু কেন ঘুমায় সরকার
নাকে মেখে ঘি !!
একাত্তরের বীর বাঙালীর
মেরুদন্ডের হলো কি ?
মারছে সবাই তবুও মোরা
গরম ভাতে খাচ্ছি ঘি!!
একাত্তরের বাঁশের লাঠির
শক্তি ছিলো গোলার
চল্লিশের এই মধ্য বয়সে
উচিত কি সব ভোলার??
কথা বলতে পারতো না যে
মারছে তারাও গুলি
বীর বাঙালী নপংসুক আজ
যাচ্ছে উড়ে খুলি।
বৈঠকের পর বৈঠক করি
লাশের মিছিল চলে
একাত্তরের শহীদ আত্মা
কষ্টের কথা বলে।
চুনো পুঠিও দেখছি এখন
খাচ্ছে গিলে বোয়াল
বীর বাঙালী হালের বলদ
(কাঁধে) ভারত-বার্মার জোয়াল।
বাবার রক্তে আগুন ছিলো
সন্তানের কি পানি ?
তবে কেন যুগের পর যুগ
টানবো ওনার ঘানি!!!
এই যদি হয় চেতনাবাজ
ডিজিটালের শষ্য
মাফ করে দেন চাইনা মোরা
হতে কারো পোষ্য।
……………………………………………………
স্বপ্নবাজ
৬’জুন-২০১৪ইং
গুলশান-২, ঢাকা।
মারছে না হয় গুলি
এখন দেখি বার্মা এসেও
উড়িয়ে নেয় খুলি !!
ভারত না হয় ইজারাদার
বার্মা মোদের কি?
তবু কেন ঘুমায় সরকার
নাকে মেখে ঘি !!
একাত্তরের বীর বাঙালীর
মেরুদন্ডের হলো কি ?
মারছে সবাই তবুও মোরা
গরম ভাতে খাচ্ছি ঘি!!
একাত্তরের বাঁশের লাঠির
শক্তি ছিলো গোলার
চল্লিশের এই মধ্য বয়সে
উচিত কি সব ভোলার??
কথা বলতে পারতো না যে
মারছে তারাও গুলি
বীর বাঙালী নপংসুক আজ
যাচ্ছে উড়ে খুলি।
বৈঠকের পর বৈঠক করি
লাশের মিছিল চলে
একাত্তরের শহীদ আত্মা
কষ্টের কথা বলে।
চুনো পুঠিও দেখছি এখন
খাচ্ছে গিলে বোয়াল
বীর বাঙালী হালের বলদ
(কাঁধে) ভারত-বার্মার জোয়াল।
বাবার রক্তে আগুন ছিলো
সন্তানের কি পানি ?
তবে কেন যুগের পর যুগ
টানবো ওনার ঘানি!!!
এই যদি হয় চেতনাবাজ
ডিজিটালের শষ্য
মাফ করে দেন চাইনা মোরা
হতে কারো পোষ্য।
……………………………………………………
স্বপ্নবাজ
৬’জুন-২০১৪ইং
গুলশান-২, ঢাকা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পিয়ালী দত্ত ০৯/০৬/২০১৪অসাধারন...
-
কবি মোঃ ইকবাল ০৮/০৬/২০১৪আর কত এই দৃশ্য আমাদেরকে দেখতে হবে???
সবাইকে সোচ্চার হতে হবে।