বৈশাখী ঝড়
** অনেক আগের লেখা কিছু হয়েছে কিনা এই ভয়ে কোথাও প্রকাশ করিনি। তারুন্য সাহস করেই ফেললাম। গঠনমূলক সমালোচনা আশাকরি, কেউ গালি দিতে চাইলেও সমস্যা নাই দিয়ে ফেলুন।
এলো বৈশাখী ঝড় এলো
নৃত্য করে গেলো
তার নাঁচনে গ্রামগুলো সব
হলো এলোমেলো।
এলো বৈশাখী ঝড় এলো??
ঘরের চাঁলা আকাশ পানে
পাখির মতো ওরে
গরু-ছাগল মানুষ কতো
বানের স্রোতে ঘোরে।
দেখো বৈশাখী ঝড় এলো??
স্বজন হারা মানুষ গুলো
গুমরে গুমরে কাঁদে
গত কালে'র সুখের ঘর যার
আজকে আশ্রয় বাঁধে।
ঐ বৈশাখী ঝড় আসে??
ছোট্ট শিশু গাছের ডালে
কিম্বা ধানের ক্ষেতে
পিষাচিনী'র নৃত্য কেনো
ধ্বংসে ওঠে মেতে।
কেনো বৈশাখী ঝড় এলো??
চার দিকে ঐ অথৈ পানি
চোখের পানি শেষে
আসলো বুঝি কাল-নাগিনী
নোনা জলের বেশে।
কেনো বৈশাখী ঝড় আসে????
------------------------------------------------
স্বপ্নবাজ
১৮' এপ্রিল-২০০৭ ইং
বনশ্রী,রামপুরা,ঢাকা।
এলো বৈশাখী ঝড় এলো
নৃত্য করে গেলো
তার নাঁচনে গ্রামগুলো সব
হলো এলোমেলো।
এলো বৈশাখী ঝড় এলো??
ঘরের চাঁলা আকাশ পানে
পাখির মতো ওরে
গরু-ছাগল মানুষ কতো
বানের স্রোতে ঘোরে।
দেখো বৈশাখী ঝড় এলো??
স্বজন হারা মানুষ গুলো
গুমরে গুমরে কাঁদে
গত কালে'র সুখের ঘর যার
আজকে আশ্রয় বাঁধে।
ঐ বৈশাখী ঝড় আসে??
ছোট্ট শিশু গাছের ডালে
কিম্বা ধানের ক্ষেতে
পিষাচিনী'র নৃত্য কেনো
ধ্বংসে ওঠে মেতে।
কেনো বৈশাখী ঝড় এলো??
চার দিকে ঐ অথৈ পানি
চোখের পানি শেষে
আসলো বুঝি কাল-নাগিনী
নোনা জলের বেশে।
কেনো বৈশাখী ঝড় আসে????
------------------------------------------------
স্বপ্নবাজ
১৮' এপ্রিল-২০০৭ ইং
বনশ্রী,রামপুরা,ঢাকা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দাদা মুহাইমিন চৌধূরী ৩০/১০/২০১৩অসাধারন। লেখনির মাধ্যমে বাস্তব চিত্র ফুটিয়ে তুলেছেন এর চাইতে স্বার্থক আর কি হতে পারে যখন লেখা হয় আত্বতুষ্টির উদ্দেশ্যে
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১২/১০/২০১৩চমৎকার হয়েছে আপনার কবিতা।সত্যিই অপূর্ব।চমৎকার বৈশাখের বর্ননা দিয়েছেন আপনি কবিতায়।খুব সুন্দর ছন্দ।তবে অনান্যদের মতামতের সাথে সহমত পোষন করছি।ভালো লাগলো।চালিয়ে যান।ধন্যবাদ আপনাকে।
-
সহিদুল হক ১২/১০/২০১৩কবিতা ভালোই হয়েছে। তবে-------
নাঁচনে > নাচনে
চাঁলা > চালা
ওরে > ওড়ে
পিষাচিনী > পিশাচিনী -
সুবীর কাস্মীর পেরেরা ১২/১০/২০১৩হইছে, অবশ্যই হইছে দোস্ত