www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

যাপিত আবদ্ধ চক্র

তোমাদের ইট পাথরের শহুরে দালান,
তার ভিতরে বসবাস করা মানুষ যান্ত্রিক!
মানবিকতা আজ হারাতে বসেছে,
সবকিছুই বড় বেশি মেকি মনে হয়!

এ্যালার্ম! আড়মোড়া দিয়ে জাগা,
সময়মত কর্মস্থলে যাবার তাড়া,
ব্যস্ত রাস্তা, বিরামহীন ছুটে চলা,
কখনো ট্রাফিক সিগন্যালে বিরক্ত মুহূর্ত!

ক্লান্ত শরীরে আবার ঘরে ফেরার তাড়া,
পরদিনের অপেক্ষায় ঘুমোতে যাওয়া,
যাপিত জীবন আবদ্ধ এই চক্রে,
বড় সাজানো এই কর্পোরেট জীবন!

গভীর রাত,ল্যামপোস্টে জ্বলজ্বলে আলো,
কিন্তু,মন যেন অন্য কোথাও,
রাতে গাঁয়ের মেঠো পথ ধরে হাটা,
জোনাকি আলো জ্বলছে,আর কানে আসছে,

ঝিঁ... ঝিঁ... ঝিঁ...
যেন আগমনের প্রতিক্ষারত!

রচনাকাল- নভেম্বর ১০,২০১৩ ইং।
২৯/জে, পূর্ব রাজাবাজার, ফার্মগেট, ঢাকা -১২১৫।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১২৫৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • এফ সাকি ১২/০১/২০১৪
    ফুলের ঘ্রাণ আর পাখির গানে
    মুখর পরিবেশ,
    ইট পাথর ও যান্ত্রিকতায়
    করছে যে সব শেষ।
  • প্রবাসী পাঠক ০৯/০১/২০১৪
    আমাদের ব্যাস্ত শহুরে জীবনের প্রতিচ্ছবি তুলে এনেছেন কবিতায়। চমৎকার।
    • সত্যি বলতে, আমার নগর জীবনটা ভাল লাগে না!
      আমার গায়ের মেঠো পথই আমাকে শান্তির পরশ এনে দেয়।
      • প্রবাসী পাঠক ০৯/০১/২০১৪
        গ্রামের মেঠো পথগুলোও আজ শহুরে ছোঁয়ায় বদলে যাচ্ছে। গ্রামের সহজ সরল জীবনও মনে হয় হারিয়ে যাবে কালের বিবর্তনে।
        • :-(
          কথাটা বহুলাংশেই সত্যি!
          তবে, আমি প্রকৃতির অনাবিল সৌন্দর্য হারিয়ে যেতে দিতে চাইনা।
          আধুনিকতা আসুক, তবে, আমার গায়ের অকৃত্তিম বৈশিষ্ট্য বদলে নয়। বরং, প্রকৃতির সাথে আধুনিকতার সংমিশ্রণ চাই।
 
Quantcast