ক্লিওপেট্রা
রাত হয়েছে কি ক্লিও? এখনো ঘুমোও নি তুমি!
টলেমি'মরুর ঢেউয়ে আকাশ পড়েছে উবে।
সন্ধ্যা যেখানে থেমে গেছে জুলিয়াসের সুরায়।
উফফ!! তা যদি বুঝতে, ক্লিও!
তোমার প্রেমদেব ভ্রাতৃদ্বয়ের শেষ কোথায়?
রাত-প্রতিরাত মখমলে যারা প্রেম গুণে-
শেষ সূর্য জাগার আগ পর্যন্ত!
এখনো কমেনি কাম/নাম/পেট্রা?
আমিও বেসেছিলাম তোমায়।
লিখেছিলাম হায়ারোগ্লিফিকের হরফে-
অন্তিম কামনাপত্র।
বসেছিলাম গলায় গলায় জুলিয়াসের আসরে।
যেখানে রোম কেঁদে ওঠে সুরার গ্লাসে বারবার..
তুমি কি সে চিঠি পড়েছিলে ক্লিও?
বুঝেছিলে প্রিয়তমা এ অবধের কামনা?
মিনতি/যাতনা/আশা/ভালবাসা-
মখমলের লাল চাদরের উষ্ণতা পাওয়ার আকাঙ্ক্ষা!
উফফ প্রিয়ে! মরে যাই, ডুবে যাই ঘোরে।
আরো একবার জন্ম নেবে কি ক্লিও?
আর একটিবার ভালবাসতে চাই।
টলেমি'মরুর ঢেউয়ে আকাশ পড়েছে উবে।
সন্ধ্যা যেখানে থেমে গেছে জুলিয়াসের সুরায়।
উফফ!! তা যদি বুঝতে, ক্লিও!
তোমার প্রেমদেব ভ্রাতৃদ্বয়ের শেষ কোথায়?
রাত-প্রতিরাত মখমলে যারা প্রেম গুণে-
শেষ সূর্য জাগার আগ পর্যন্ত!
এখনো কমেনি কাম/নাম/পেট্রা?
আমিও বেসেছিলাম তোমায়।
লিখেছিলাম হায়ারোগ্লিফিকের হরফে-
অন্তিম কামনাপত্র।
বসেছিলাম গলায় গলায় জুলিয়াসের আসরে।
যেখানে রোম কেঁদে ওঠে সুরার গ্লাসে বারবার..
তুমি কি সে চিঠি পড়েছিলে ক্লিও?
বুঝেছিলে প্রিয়তমা এ অবধের কামনা?
মিনতি/যাতনা/আশা/ভালবাসা-
মখমলের লাল চাদরের উষ্ণতা পাওয়ার আকাঙ্ক্ষা!
উফফ প্রিয়ে! মরে যাই, ডুবে যাই ঘোরে।
আরো একবার জন্ম নেবে কি ক্লিও?
আর একটিবার ভালবাসতে চাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মলয় ঘটক ১৮/০৩/২০১৬ভালো লাগল
-
মাহাবুব ১৭/০৩/২০১৬ভালো লাগলো কবিতাটা কবি।
-
দেবজ্যোতিকাজল ১৭/০৩/২০১৬ভাল হয়েছে
-
মনিরুজ্জামান জীবন ১৭/০৩/২০১৬অনবদ্য।
-
হরিশ বর্মন (বুলবুলি) ১৬/০৩/২০১৬বেশ সুন্দর।