হ্যালোয়িন
এবং দরজার ধার ঘেসে,
কাঠের কৃত্তিম পুরনো টেবিলের-
ওপরে রাখা উইস্কির গ্লাসে আলতো চুমুক।
ঘোলাটে চোখের ভয়ার্ত মাদকতায়
বেরীর লালে আদ্র জল ও কামিতার-
নেশায় মুখোশ ঠেলে ফুটিয়ে দিল,
তুখোর নকল সাদা দাঁত।
লোহিত রসের স্বাদে অনুভবে
জড়িয়ে নিল পৃষ্ঠপ্রদেশ।
"ভালবাসি জান" অতঃপর পুনরায়রক্ত নেশায় মগ্নতা।
তখনো হলুদ নীলের কার্বন আলোয়
ভাঙ্গা দরজার উপরে আটা প্লেট-
" আজ হ্যালোয়িন"
কাঠের কৃত্তিম পুরনো টেবিলের-
ওপরে রাখা উইস্কির গ্লাসে আলতো চুমুক।
ঘোলাটে চোখের ভয়ার্ত মাদকতায়
বেরীর লালে আদ্র জল ও কামিতার-
নেশায় মুখোশ ঠেলে ফুটিয়ে দিল,
তুখোর নকল সাদা দাঁত।
লোহিত রসের স্বাদে অনুভবে
জড়িয়ে নিল পৃষ্ঠপ্রদেশ।
"ভালবাসি জান" অতঃপর পুনরায়রক্ত নেশায় মগ্নতা।
তখনো হলুদ নীলের কার্বন আলোয়
ভাঙ্গা দরজার উপরে আটা প্লেট-
" আজ হ্যালোয়িন"
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুহেল ইবনে ইসহাক ০৪/১১/২০১৫Nice
-
ঋজু কবি ০৩/১১/২০১৫বেশ সুন্দর কবিতা ।
-
সাইদুর রহমান ০২/১১/২০১৫সুন্দর হয়েছে।
-
Md. Ashik Hossain Rone ০২/১১/২০১৫দারুণ লিখেছেন
কবি -
দেবব্রত সান্যাল ০২/১১/২০১৫কবিতাটি কি অনুবাদ ?
-
শমসের শেখ ০২/১১/২০১৫খুব সুন্দর লিখনী অনেক ভালো লাগলো।