দেবদাস
যদি কোন মাঝরাতে ঘুম ভেঙ্গে যায়
জমে থাকা ক্লান্তশিশিরে ছেয়ে ওঠে কপাল,
কুয়াশা বিশ্বাসে দায়ী হয় অসমাপ্ত স্বপন,
দিপদিপ পায়ে ভাঙ্গতে থাকে ঘোড়!
তবে উঠে পড় তুমি,বোকা প্রেমিক!
কিসের এত ভয় তোমার?
খোজ কর বালিশের নিচে রাখা প্যাকেট
জ্বালিয়ে দাও নিকোটিনে সে সকল দুঃস্বপ্ন
উড়িয়ে দাও জালকাঁটা মশারীর অসীম ছিদ্র দিয়ে।
এখনো কাটেনি ভয়?
এখনো মনে বিপবিপ হয়ে জানান দিচ্ছে তা?
বিড়ি ফেলে দাও হাদারাম
যাও!! যেয়ে বসো বেলকনির এক পাশে
চুপ করে বসে থাক।
খবরদার!! ও আকাশে তাকাবে না!!
চাঁদ তুমি নয়, তার ছায়া মাত্র।
চাঁদ তুমি নয়, তোমার শত্রু।
কি কাদঁছ? বড্ড হুজুগে তুমি
ছেলেমানুষির ভাত আছে 'এ' জগতে?!
কিচ্ছু হবে না,খুটে খাবে,তিলেতিলে,
তোমার মাংসল মন,প্রাণ,স্মৃতি সব।
সব খুটে খেয়ে নেবে, দেখে নিও।
কিচ্ছুকরার ক্ষমতা নেই তোমার।
যাও!! ভাগো!! দূর হও সামনে থেকে,
তুমি প্রেমিক নও কাপুরুষ,সফেদ কাপুরুষ।
তুমি শুধু ধুকে মরবে,তাও নকল হাসি নিয়ে।
বুঝে গেছি আমি,বড় আশা ছিল তোমার উপর।
এখন সবটাই ফিকে করে দিলে।
তোমায় দিয়ে এ হবে না,কক্ষনো হবে না।
তুমি পরাজিত,যেমন পরাজিত এই আমি।
জমে থাকা ক্লান্তশিশিরে ছেয়ে ওঠে কপাল,
কুয়াশা বিশ্বাসে দায়ী হয় অসমাপ্ত স্বপন,
দিপদিপ পায়ে ভাঙ্গতে থাকে ঘোড়!
তবে উঠে পড় তুমি,বোকা প্রেমিক!
কিসের এত ভয় তোমার?
খোজ কর বালিশের নিচে রাখা প্যাকেট
জ্বালিয়ে দাও নিকোটিনে সে সকল দুঃস্বপ্ন
উড়িয়ে দাও জালকাঁটা মশারীর অসীম ছিদ্র দিয়ে।
এখনো কাটেনি ভয়?
এখনো মনে বিপবিপ হয়ে জানান দিচ্ছে তা?
বিড়ি ফেলে দাও হাদারাম
যাও!! যেয়ে বসো বেলকনির এক পাশে
চুপ করে বসে থাক।
খবরদার!! ও আকাশে তাকাবে না!!
চাঁদ তুমি নয়, তার ছায়া মাত্র।
চাঁদ তুমি নয়, তোমার শত্রু।
কি কাদঁছ? বড্ড হুজুগে তুমি
ছেলেমানুষির ভাত আছে 'এ' জগতে?!
কিচ্ছু হবে না,খুটে খাবে,তিলেতিলে,
তোমার মাংসল মন,প্রাণ,স্মৃতি সব।
সব খুটে খেয়ে নেবে, দেখে নিও।
কিচ্ছুকরার ক্ষমতা নেই তোমার।
যাও!! ভাগো!! দূর হও সামনে থেকে,
তুমি প্রেমিক নও কাপুরুষ,সফেদ কাপুরুষ।
তুমি শুধু ধুকে মরবে,তাও নকল হাসি নিয়ে।
বুঝে গেছি আমি,বড় আশা ছিল তোমার উপর।
এখন সবটাই ফিকে করে দিলে।
তোমায় দিয়ে এ হবে না,কক্ষনো হবে না।
তুমি পরাজিত,যেমন পরাজিত এই আমি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রদীপ চৌধুরী. ২৬/০২/২০১৬ভাল লাগলো
-
মোঃ নাজমুল হাসান ২৫/০২/২০১৬অসাধারণ ভাবনা ... !
-
ধ্রুব রাসেল ২৫/০২/২০১৬অনেক ভাল লেগেছে।
-
মনিরুজ্জামান জীবন ২৪/০২/২০১৬অপূর্ব।
-
রাকিব চৌধুরী শিশির ২৪/০২/২০১৬অসাধারন লিখেছেন কবি ।