পূর্বদেশ ও বাংলা
নীল পাখিদের রাজ নেই আর।
ভেঙ্গে দিয়েছে।
শুভ্র বেশধারী তুষার প্রহরী।
অবলা প্রহরী।
সমস্ত আকাশ এখন,
পূজোনত হয় মেঘেদের দরবারে।
ধূসরের সাথে মিশে যায়,
আলোর পুঞ্জি গড়ে তলে
অবরুদ্ধ প্রভাদ।
মেঘের মরুভূমি আজ রবির দখলে।
তাই নর্তকী শালিকেরা
বিচরণে মুখোরিত করে "আকাশবাংলা"
এ সবুজ নয়।
নয় লালে মাখা মানচিত্র।
এ বাংলার ছকে থাকে না বঙ্গসাগর!
এ বাংলার আকাশে চন্দ্র উঠে না।
তবুও এই স্বপ্নময় খয়েরী বাস্তবে,
আর নীলের সাথে শুভ্রের সংগ্রামে
সৃষ্টি এ বাংলার।
কেন তোমরা জান না?
স্বাধীনতা মানেই তো বাংলা।
স্বাধীনতা মানেই তো বাংলা।
স্বাধীনতা মানেই তো বাংলা।
"তবে ভেবে রেখ,
এর ঠিক অপরপাশের দক্ষিণে
যে রাজ্যটি আছে!
সেখানে অধরাবায়ুতে ঘুম খেলে।
তাই তো সকলেই বুজে থাকে চোখ।
সকালে বিকেলে।
তার নাম কি জান?
বাংলাদেশ"
ভেঙ্গে দিয়েছে।
শুভ্র বেশধারী তুষার প্রহরী।
অবলা প্রহরী।
সমস্ত আকাশ এখন,
পূজোনত হয় মেঘেদের দরবারে।
ধূসরের সাথে মিশে যায়,
আলোর পুঞ্জি গড়ে তলে
অবরুদ্ধ প্রভাদ।
মেঘের মরুভূমি আজ রবির দখলে।
তাই নর্তকী শালিকেরা
বিচরণে মুখোরিত করে "আকাশবাংলা"
এ সবুজ নয়।
নয় লালে মাখা মানচিত্র।
এ বাংলার ছকে থাকে না বঙ্গসাগর!
এ বাংলার আকাশে চন্দ্র উঠে না।
তবুও এই স্বপ্নময় খয়েরী বাস্তবে,
আর নীলের সাথে শুভ্রের সংগ্রামে
সৃষ্টি এ বাংলার।
কেন তোমরা জান না?
স্বাধীনতা মানেই তো বাংলা।
স্বাধীনতা মানেই তো বাংলা।
স্বাধীনতা মানেই তো বাংলা।
"তবে ভেবে রেখ,
এর ঠিক অপরপাশের দক্ষিণে
যে রাজ্যটি আছে!
সেখানে অধরাবায়ুতে ঘুম খেলে।
তাই তো সকলেই বুজে থাকে চোখ।
সকালে বিকেলে।
তার নাম কি জান?
বাংলাদেশ"
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনিরুজ্জামান জীবন ২৭/০২/২০১৬নান্দনিক ছোঁয়ায় অপূর্ব।
-
গাজী তৌহিদ ২৭/০২/২০১৬জ্বি ভাই জানি
আমার বাংলাদেশ।
অনেক ভালো লাগলো। -
নির্ঝর ২৭/০২/২০১৬অসাধারণ
-
ধ্রুব রাসেল ২৭/০২/২০১৬খুবই ভাল লাগলো।
-
এস, এম, আরশাদ ইমাম ২৬/০২/২০১৬অপূর্ব।
-
প্রদীপ চৌধুরী. ২৬/০২/২০১৬ভাল লিখেছেন তবে ভাষার দিকে একটু বিশেষ নজর দিতে হবে| তেমনি ছন্দের দিকেও নজর দিতে হবে| শুভেচ্ছা রইলো কবি