অশ্রুমুখী রোদ্দুর
জানেন তো!
আমি অশ্রু দেখতে ভালবাসি।
কাজলা বনের মায়াবী মেঘের অশ্রু,
মধ্য দুপুরে জোছনার অশ্রু,
রাত-সারারাত জেগে থাকা অশ্রু।
নীলিমা যেদিন প্রথম বলেছিল!
"আজ দেখা হবে না,পেটে ব্যথা"
সেদিন সে অঝরে কেঁদেছিল।
ফোনের এপারে আমি হেসেছি নীরবে।
আমার ছোট্টু যখন খেলতে গিয়ে পড়ে গেল,
ভ্যা করে কেঁদে দেয় পাগলটা।
পা কেটে গিয়ে কি যে কান্ড!
আমি ওর কান্না দেখে হেসেছিলাম।
পাশের বাড়ির মজিদ চাচার ছোটমেয়েটা...
বিয়ে ভাঙ্গার পর সেই যে ঘরে খিল দিল!
সারাদিন পর যখন দরজা ভাঙ্গলাম-
দেখি ও লাল ওড়না-মালায় ঝুলছে।
আমি হেসে উঠেছিলাম।
"বেঁচে গেছে পাগলিটা!!"
জানেন তো!
আমি অশ্রু দেখতে ভালবাসি।
আমি অশ্রু দেখতে ভালবাসি।
কাজলা বনের মায়াবী মেঘের অশ্রু,
মধ্য দুপুরে জোছনার অশ্রু,
রাত-সারারাত জেগে থাকা অশ্রু।
নীলিমা যেদিন প্রথম বলেছিল!
"আজ দেখা হবে না,পেটে ব্যথা"
সেদিন সে অঝরে কেঁদেছিল।
ফোনের এপারে আমি হেসেছি নীরবে।
আমার ছোট্টু যখন খেলতে গিয়ে পড়ে গেল,
ভ্যা করে কেঁদে দেয় পাগলটা।
পা কেটে গিয়ে কি যে কান্ড!
আমি ওর কান্না দেখে হেসেছিলাম।
পাশের বাড়ির মজিদ চাচার ছোটমেয়েটা...
বিয়ে ভাঙ্গার পর সেই যে ঘরে খিল দিল!
সারাদিন পর যখন দরজা ভাঙ্গলাম-
দেখি ও লাল ওড়না-মালায় ঝুলছে।
আমি হেসে উঠেছিলাম।
"বেঁচে গেছে পাগলিটা!!"
জানেন তো!
আমি অশ্রু দেখতে ভালবাসি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনিরুজ্জামান শুভ্র ১৪/০৩/২০১৬ভাল লাগলো। কিন্তু মধ্য দুপুরে জোছনার আশ্রু ব্যপারটা ঠিক বুঝলাম না ।
-
প্রদীপ চৌধুরী. ১৩/০৩/২০১৬কবিতাটার এক সুন্দর অর্থ আছে পড়ে ভাল লাগলো
-
মাহাবুব ১৩/০৩/২০১৬বেশ ভালো লাগলো কবি, শুভেচ্ছা।
-
মাহাবুব ১৩/০৩/২০১৬বেশ ভালো লাগলো কবিতাটা কবি, শুভেচ্ছা।
-
পরশ ১৩/০৩/২০১৬খুব ভালো
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ১৩/০৩/২০১৬্মধ্যরাতে জোছনার অশ্রু দেখেছি আমি কিন্তু মধ্য দুপুরে কি জোছনা কাঁদে কবি?
-
প্রদীপ চৌধুরী. ১২/০৩/২০১৬ভাল লাগলো
-
মোঃ সরব বাবু ১২/০৩/২০১৬আমি অশ্রু দেখতে ভালবাসি না। আপনিও তো ভালবাসেন না । তবে কেন জোর করে বলছেন?