অদৃষ্ট
স্রষ্টা মানুষকে ডিস্টিংশন দিয়েছেন।তাই মানুষ মহান।মানুষের Majesty তে মানুষের নিজের আদৌ কোনো ভূমিকা আছে কি না তা নিয়ে আমি সন্দিহান।জন্ম,বংশ,মৃত্যু,পরিবেশ।এসবকিছুর উপর আমাদের কোনো হাত নাই।আমার মনে হয় বুদ্ধিতেও(জ্ঞানে তার প্রকাশ)।বারো ঘন্টা পড়েও এক ঘন্টা পড়ুয়ার কাছে মানুষ হারে।সুকান্ত আঠারোতে যা পারছে আমি বুয়েটে(রূপক) বা মেডিকেলে(রূপক) কয়েকবছর কোচিং(রূপক) করে আশি বছর বয়সে গিয়াও তা করতে পারবোনা।এতে কোনো যুক্তি নাই।তাই অদৃষ্টটা ইম্পর্ট্যান্ট
।ইউ ক্যাননট সলভ দ্যা সাম অব দি ইউনিভার্স।আপনার যে 'নয়'তে হলো না;এই দায় হয় আপনার না হয় অদৃষ্টের।(ভাগ্যকে কোনো দায় দেয়া যায়না।।আপনার নব্বইতে না হলেও চলবে তাই 'নয়'তে হয়নাই)।
।ইউ ক্যাননট সলভ দ্যা সাম অব দি ইউনিভার্স।আপনার যে 'নয়'তে হলো না;এই দায় হয় আপনার না হয় অদৃষ্টের।(ভাগ্যকে কোনো দায় দেয়া যায়না।।আপনার নব্বইতে না হলেও চলবে তাই 'নয়'তে হয়নাই)।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২৬/০২/২০২২ভালো
-
আব্দুর রহমান আনসারী ১১/০২/২০২২বেশ ভালো
-
শুভজিৎ বিশ্বাস ০৮/০২/২০২২ভাববার মতো লেখা পড়লাম।
-
ফয়জুল মহী ০৬/০২/২০২২Good post
-
সাইয়িদ রফিকুল হক ০৬/০২/২০২২চিন্তার বিষয়!