www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সন্ধ্যের বাতাসে

আজ অচিন কিছু স্বপ্নবৎ কথা-
সন্ধ্যের বাতাসে ফিকে হয়েছে ;
মৃদু শৈত্যের আবহে কাব্যিক ব্যথা-
মায়াময়ী পিছুটান হয়ে জড়ো হয়েছে।

নক্ষত্রের আলো আরো অস্পষ্ট করলো-
সেই মিছিলের ডাকগুলো,
মৃন্ময়ী সব দোটানা ভাষা চললো;
আর জানিয়ে দিলো স্পন্দিত অভিযোগগুলো।

এই পৃথিবীর এই অবসর কাটবে জানি;
তবু আজকের মতো সন্ধ্যের এই বাতাসে-
কোনো নিঃসঙ্গ পথিকের এই কবিতাখানি-
আবারো নূতন করে লিখবে কেউ হারানো পথের শেষে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫১২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৫/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast