ভ্রান্তির কথা
নিঃসঙ্গ সময়ে আজ মৌন অভ্যুত্থানে,
ছায়াঘেরা পথহীন শূন্য সভ্যতায়
আমি দেখেছি তাকে একা একলা গহীনে
সম্ভাব্য আলোকসজ্জার সুপ্রিয় মুগ্ধতায়।
ভুল হয়েছিল ঝুট;বলিনি তাকে মনের কথা,
সাজিয়েছি কেবল নিজের অনুনয়ে
মর্মের চেতনা নিবিড় শিহরণে অযথা-
আহত কবিকে বিদায় জানায় সবিনয়ে।
ছায়াঘেরা পথহীন শূন্য সভ্যতায়
আমি দেখেছি তাকে একা একলা গহীনে
সম্ভাব্য আলোকসজ্জার সুপ্রিয় মুগ্ধতায়।
ভুল হয়েছিল ঝুট;বলিনি তাকে মনের কথা,
সাজিয়েছি কেবল নিজের অনুনয়ে
মর্মের চেতনা নিবিড় শিহরণে অযথা-
আহত কবিকে বিদায় জানায় সবিনয়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১৩/০৫/২০২০Very good.