মূল্যায়ন
অনেকটা সময়ের ব্যপ্তি নিয়ে এই জীবন,
কর্মের ও নীতির সুদৃঢ় প্রকাশ,
তবুও সে অসহায় এখন,
বেঁচে থাকার নেই কোনো অবকাশ।
নিরবে শুয়ে অস্থির আগ্রহে
আকাশের দিকে তাকিয়ে দিন গুণা
পৃথ্বীর সব মায়া অনিমেষে
তাকে যেন করে নিয়তই অবমাননা।
একসময়ের বর্ণাঢ্য যৌবন-
শেষে অপরিসীম ত্যাগের ইতিহাস
তবুও আজ একেলা বিকেলে অঝোর শ্রাবণ-
নিজেকে নিয়ে করে সে হা হুতাশ!
মানবজীবনের কর্তব্য-দায়িত্ব বিস্তর-
সব ভালোভাবেই করেছে সে পালন;
এখন মৃত্যুর দ্বারে দাঁড়িয়ে;জীবনধ্বনি করে তার মর্মর-
তবুও তাকে করেনি কেউ মূল্যায়ন!
হায় রে জীবন!
কর্মের ও নীতির সুদৃঢ় প্রকাশ,
তবুও সে অসহায় এখন,
বেঁচে থাকার নেই কোনো অবকাশ।
নিরবে শুয়ে অস্থির আগ্রহে
আকাশের দিকে তাকিয়ে দিন গুণা
পৃথ্বীর সব মায়া অনিমেষে
তাকে যেন করে নিয়তই অবমাননা।
একসময়ের বর্ণাঢ্য যৌবন-
শেষে অপরিসীম ত্যাগের ইতিহাস
তবুও আজ একেলা বিকেলে অঝোর শ্রাবণ-
নিজেকে নিয়ে করে সে হা হুতাশ!
মানবজীবনের কর্তব্য-দায়িত্ব বিস্তর-
সব ভালোভাবেই করেছে সে পালন;
এখন মৃত্যুর দ্বারে দাঁড়িয়ে;জীবনধ্বনি করে তার মর্মর-
তবুও তাকে করেনি কেউ মূল্যায়ন!
হায় রে জীবন!
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৬/০১/২০২৪সুইট
-
দীপজয় গাঙ্গুলী ১৪/০৫/২০২০হতাশ হবেন না, লিখে যান।
-
ফয়জুল মহী ১৩/০৫/২০২০Valo hoyni