কবিতা২
যেতে চাই
যেতে চাই দুর অজনায়।
হারাতে কোন অন্য দুনিয়ায়।
যেখানে হেসে খেলে সারাবেলা।
করবো মন যা চায়।
যেতে চাই ওই আকাশের চূড়ায়।
বাতাসের সাথে মিশে।
যেতে চাই নীল দিগন্তে।
পা ফেলতে সবুজ ঘাসে ঘাসে।
যেতে চাই গ্রামের ছোট্ট কুটিরে
পানি গাড়িয়ে পড়ুক ঝুম বৃষ্টিতে।
যেতে চাই মনের খেয়ালে।
যাবো ঠিকই একদিন বেঁচে গেলে।
যেতে চাই দুর অজনায়।
হারাতে কোন অন্য দুনিয়ায়।
যেখানে হেসে খেলে সারাবেলা।
করবো মন যা চায়।
যেতে চাই ওই আকাশের চূড়ায়।
বাতাসের সাথে মিশে।
যেতে চাই নীল দিগন্তে।
পা ফেলতে সবুজ ঘাসে ঘাসে।
যেতে চাই গ্রামের ছোট্ট কুটিরে
পানি গাড়িয়ে পড়ুক ঝুম বৃষ্টিতে।
যেতে চাই মনের খেয়ালে।
যাবো ঠিকই একদিন বেঁচে গেলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ১৮/০৩/২০২২অতুলনীয়
-
ফয়জুল মহী ০৫/০২/২০২২অতুলনীয়
মুগ্ধতা অপরিসীম, -
অভিজিৎ হালদার ০৪/০২/২০২২ওহ বেশ
-
সাইয়িদ রফিকুল হক ০৪/০২/২০২২সুন্দর ইচ্ছে।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৪/০২/২০২২দূর অজানায় মন হারাতে চায়।