কবিতা১
শোন ভাই
সে(করোনা) আসে,চলে ও যাবে।
নামাজ ছেড় না যেন কোনভাবে।
.
মাটিতে সৃষ্ট তুমি, মাটিতেই অবশেষ।
যে শ্বাস টেনে বেঁচে তুমি, তা হবে নিঃশেষ।
.
যে যৌবনে হাসছো তুমি, দেখাও বীরত্ব।
তাতে কুচকে যাবে,বুড়ো হবে, এটাই চিরসত্য।
.
যে আয়নাতে চোখ ফেলে কর যৌবনের সাজ।
থেমে যাবে সময় তোমার, চামড়াতে পড়ে ভাজ।
.
গড়ে নাও সাফল্য যত, ভেবে নিও সু-পথ।
বিলিন করো না ধোকায় পরে, অর্জিত ইজ্জত।
.
নির্জনে বসে ভাবিও বন্ধু, কিসে পাও ঠিক মজা,
সেই মজা আবার না হয় যেন, পরকালের সাজা।
.
আজি বদলে ফেল নিজেকে তাই,
বেছে নাও গন্তব্য।
পাছে বল না যেন, আবার দুনিয়ায় পাঠাও
হতে সভ্য।
সে(করোনা) আসে,চলে ও যাবে।
নামাজ ছেড় না যেন কোনভাবে।
.
মাটিতে সৃষ্ট তুমি, মাটিতেই অবশেষ।
যে শ্বাস টেনে বেঁচে তুমি, তা হবে নিঃশেষ।
.
যে যৌবনে হাসছো তুমি, দেখাও বীরত্ব।
তাতে কুচকে যাবে,বুড়ো হবে, এটাই চিরসত্য।
.
যে আয়নাতে চোখ ফেলে কর যৌবনের সাজ।
থেমে যাবে সময় তোমার, চামড়াতে পড়ে ভাজ।
.
গড়ে নাও সাফল্য যত, ভেবে নিও সু-পথ।
বিলিন করো না ধোকায় পরে, অর্জিত ইজ্জত।
.
নির্জনে বসে ভাবিও বন্ধু, কিসে পাও ঠিক মজা,
সেই মজা আবার না হয় যেন, পরকালের সাজা।
.
আজি বদলে ফেল নিজেকে তাই,
বেছে নাও গন্তব্য।
পাছে বল না যেন, আবার দুনিয়ায় পাঠাও
হতে সভ্য।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ১৭/০৩/২০২২অনুপম
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৩/০২/২০২২চমৎকার লিখেছেন।
-
ফয়জুল মহী ০২/০২/২০২২Excellent
-
অভিজিৎ হালদার ০২/০২/২০২২ভাবনাময়