প্রকৃতির রুপে মুগ্ধ আমি
স্বপ্নপরীর ডানায় ভর দিয়ে ভাসি
প্রকৃতি আজ করেছে আমায় নিমন্ত্রণ
ফুলে ফুলে পাতায় পাতায় ভেসে বেড়াই....
প্রকৃতির সাথে হয় যে আলিঙ্গন ।
প্রকৃতির রূপে মুগ্ধ আমি
চোখে নাই কোন ভয়
তাকাই যেদিক নয়ন ভরে
দূর হয়ে যায় যত সংশয় ।
প্রভাতের সূর্যের রশ্মি, দেখি নদী পাড়ে
একটু দেখি বলে,শেফালী ঝড়ে পড়ে ;
শিশির পড়ে, দিয়ে পরিতৃপ্তির হাসি,
অপরুপ বাংলা,এ যেন এক রুপসী।
ছায়া ফেলে মাঠে চলে গেছে হেমন্ত
শীতের ঝড়া পাতা ঢাকে সে চিহ্ন
কাল বয়ে চলে বহু রুপ ও রঙে
পরিবর্তনের সাক্ষী নগর ও অরণ্যে।
প্রজাপতিরা উড়ে বেড়ায়
মন ছুঁয়ে যায় আমার এ অনুক্ষণ
দুচোখ ভরা স্বপ্ন নিয়ে
সাজাই রঙিন জীবন ।
প্রকৃতি আজ করেছে আমায় নিমন্ত্রণ
ফুলে ফুলে পাতায় পাতায় ভেসে বেড়াই....
প্রকৃতির সাথে হয় যে আলিঙ্গন ।
প্রকৃতির রূপে মুগ্ধ আমি
চোখে নাই কোন ভয়
তাকাই যেদিক নয়ন ভরে
দূর হয়ে যায় যত সংশয় ।
প্রভাতের সূর্যের রশ্মি, দেখি নদী পাড়ে
একটু দেখি বলে,শেফালী ঝড়ে পড়ে ;
শিশির পড়ে, দিয়ে পরিতৃপ্তির হাসি,
অপরুপ বাংলা,এ যেন এক রুপসী।
ছায়া ফেলে মাঠে চলে গেছে হেমন্ত
শীতের ঝড়া পাতা ঢাকে সে চিহ্ন
কাল বয়ে চলে বহু রুপ ও রঙে
পরিবর্তনের সাক্ষী নগর ও অরণ্যে।
প্রজাপতিরা উড়ে বেড়ায়
মন ছুঁয়ে যায় আমার এ অনুক্ষণ
দুচোখ ভরা স্বপ্ন নিয়ে
সাজাই রঙিন জীবন ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১১/০২/২০১৯ভালো লাগলো।
-
সেখ আক্তার হোসেন ১১/০২/২০১৯আমিও মুগ্ধ আপনার কবিতায়