মৃত্যুর মিছিল
এই আগুন ঝরা ফাগুন যেন
লতাপাতা ছেড়ে মানুষ করেছে আচঁ!
ধ্বনির কল্লোলে হৃৎপিণ্ড জড়,নয়নে ঝর্ণা বহে!
আহ্! কি বিষাদময় আর্তনাদ।
আগুনে সব জ্বলে পুড়ে হয়েছে ছাই!
বাঁচার জন্য চলছে কত যে লড়াই!
শতশত জীবন হয়ে গেলো নাশ।
আগুনে করেছে যে সর্বনাশ!
আর কতো বাবার কাঁধে উঠবে সন্তানের কফিন!
আকাশে লাশের গন্ধে ভারী বাতাস!
কতো স্বামী হারিয়েছে স্ত্রী!
রক্ত মাংসের মানুষগুলো আজ শুধুই স্মৃতি।
অবুঝ শিশুটাও জানেনা তার বাবা আর নেই!
স্বজনের আহাজারি কান্নায় চিৎকার কত?
এই শোকের যে নেই কোনো সান্ত্বনা!
গুমরে কেঁদে, বুকে বেঁধেছে শোকের ক্ষত।
আপন জনকে খুঁজে অবিরত।
আর কতো দগ্ধ হবে তমাল,ফারুক,শত মায়ের প্রাণ!
কে দেবে এই নবজাতককে মাতৃত্বের আলো
কে দেবে অসহায় বাবা-মায়ের অন্ন,বস্ত্র, চিকিৎসা আর বাসস্থান?
কাল চকবাজার আজ বনানী,
এভাবে আগুনে করবে নাশ আর কতো মানুষের প্রাণ?
লতাপাতা ছেড়ে মানুষ করেছে আচঁ!
ধ্বনির কল্লোলে হৃৎপিণ্ড জড়,নয়নে ঝর্ণা বহে!
আহ্! কি বিষাদময় আর্তনাদ।
আগুনে সব জ্বলে পুড়ে হয়েছে ছাই!
বাঁচার জন্য চলছে কত যে লড়াই!
শতশত জীবন হয়ে গেলো নাশ।
আগুনে করেছে যে সর্বনাশ!
আর কতো বাবার কাঁধে উঠবে সন্তানের কফিন!
আকাশে লাশের গন্ধে ভারী বাতাস!
কতো স্বামী হারিয়েছে স্ত্রী!
রক্ত মাংসের মানুষগুলো আজ শুধুই স্মৃতি।
অবুঝ শিশুটাও জানেনা তার বাবা আর নেই!
স্বজনের আহাজারি কান্নায় চিৎকার কত?
এই শোকের যে নেই কোনো সান্ত্বনা!
গুমরে কেঁদে, বুকে বেঁধেছে শোকের ক্ষত।
আপন জনকে খুঁজে অবিরত।
আর কতো দগ্ধ হবে তমাল,ফারুক,শত মায়ের প্রাণ!
কে দেবে এই নবজাতককে মাতৃত্বের আলো
কে দেবে অসহায় বাবা-মায়ের অন্ন,বস্ত্র, চিকিৎসা আর বাসস্থান?
কাল চকবাজার আজ বনানী,
এভাবে আগুনে করবে নাশ আর কতো মানুষের প্রাণ?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল হক ০১/০৪/২০১৯সুন্দর লিখঅ১
-
সাইয়িদ রফিকুল হক ২৯/০৩/২০১৯মানুষ সচেতন হবে কবে?