তুমি যে আমার
তুমি যে আমার
বাতুল হিয়ার সপ্তসুর।
তুমি যে আমার
পঞ্চম স্বরের পোখরাজ প্রস্রবণ।
তুমি যে আমার
অষ্টরম্ভা দিলের আভরণ।
তুমি যে আমার
ধরার কানাসোঁআ অরুণ।
তুমি যে আমার
কালাকাল শরণ নিরবকাশ অপাঙ্গ।
তুমি যে আমার
কুজ্ঝটিকার ব্রত্য নীপ ব্রততী।
তুমি যে আমার
সপ্তম সুরে আসার ধ্বনি।
তুমি যে আমার
মাধবীর রংয়ের এপিটাফ।
তুমি যে আমার
অভিরাম কাদম্বিনীর অমরাবতী।
বাতুল হিয়ার সপ্তসুর।
তুমি যে আমার
পঞ্চম স্বরের পোখরাজ প্রস্রবণ।
তুমি যে আমার
অষ্টরম্ভা দিলের আভরণ।
তুমি যে আমার
ধরার কানাসোঁআ অরুণ।
তুমি যে আমার
কালাকাল শরণ নিরবকাশ অপাঙ্গ।
তুমি যে আমার
কুজ্ঝটিকার ব্রত্য নীপ ব্রততী।
তুমি যে আমার
সপ্তম সুরে আসার ধ্বনি।
তুমি যে আমার
মাধবীর রংয়ের এপিটাফ।
তুমি যে আমার
অভিরাম কাদম্বিনীর অমরাবতী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলম সারওয়ার ০৬/১২/২০১৭খুবই ভালো লাগে আমার শুভেচ্ছা থাকল
-
রইস উদ্দিন খান আকাশ ০৬/০৯/২০১৭Nice
-
শ.ম. শহীদ ০৬/০৯/২০১৭দারুণ...
-
সাঁঝের তারা ০৬/০৯/২০১৭সুন্দর