আকাঙ্ক্ষা
গ্রীষ্মের ষড়ঋতুর শুরু
পূর্বাহ্ণে,মধ্যাহ্নে তোমায় খুজিঁ শুধু।
গৌধুলী,সায়াহ্ণ যায় তোমায় ভেবে
খুজঁতে খুজঁতে গগনে নেমেছে কালমেঘ,
বর্ষার আগমনের সাথে আসবে বলে
রয়েছি আমি ধ্যানে।
ভিজবো দু'জনে সকল যুগলের মাঝে
তুমি আসোনি তাই বৃষ্টি নামেনি পৃথিবীর কোলে।
গ্রীষ্ম,বর্ষার পরও রয়েছি আমি চেয়ে,
শরতের আগমনের সাথে তুমি আসবে বলে,
কাশফুল রেখেছি তুলে।
তুমি আসোনি !
কাশফুল গেছে ঝড়ে।
হেমন্ত যে এল শীতের পূর্বাভাস নিয়ে
গন্ধরাজ,মল্লিকা ফুটেছে সকাল সাঁঝে।
নবান্নও গেল চলে,
তুমি আসোনি!
হাতে হাত রেখে হাটঁতে পারিনি শিশির ভেজা ঘাসে।
পৌষ মাসে আসে শীত
মাঘ মাসে ছেয়ে যায়।
তোমাকে পাওয়ার আকাঙ্ক্ষা সমহারে বেড়ে যায়।
বসন্তের রুপে আসবে বলে
শীতের রিক্ততাকে গেছি ভূলে।
বসন্ত যে এসেছে ধারায়
পুষ্পরা সজ্জিত নিজের রুপে ।
তুলে রেখেছি তোমার প্রিয় কৃষ্ণচূড়া ফুল,
তুমি আসবে বলে,তোমায় দেব বলে।
তোমার জন্য দক্ষিণ দোয়ার রেখেছি খুলে
তুমি এসো সখি ইচ্ছে হলে।
পূর্বাহ্ণে,মধ্যাহ্নে তোমায় খুজিঁ শুধু।
গৌধুলী,সায়াহ্ণ যায় তোমায় ভেবে
খুজঁতে খুজঁতে গগনে নেমেছে কালমেঘ,
বর্ষার আগমনের সাথে আসবে বলে
রয়েছি আমি ধ্যানে।
ভিজবো দু'জনে সকল যুগলের মাঝে
তুমি আসোনি তাই বৃষ্টি নামেনি পৃথিবীর কোলে।
গ্রীষ্ম,বর্ষার পরও রয়েছি আমি চেয়ে,
শরতের আগমনের সাথে তুমি আসবে বলে,
কাশফুল রেখেছি তুলে।
তুমি আসোনি !
কাশফুল গেছে ঝড়ে।
হেমন্ত যে এল শীতের পূর্বাভাস নিয়ে
গন্ধরাজ,মল্লিকা ফুটেছে সকাল সাঁঝে।
নবান্নও গেল চলে,
তুমি আসোনি!
হাতে হাত রেখে হাটঁতে পারিনি শিশির ভেজা ঘাসে।
পৌষ মাসে আসে শীত
মাঘ মাসে ছেয়ে যায়।
তোমাকে পাওয়ার আকাঙ্ক্ষা সমহারে বেড়ে যায়।
বসন্তের রুপে আসবে বলে
শীতের রিক্ততাকে গেছি ভূলে।
বসন্ত যে এসেছে ধারায়
পুষ্পরা সজ্জিত নিজের রুপে ।
তুলে রেখেছি তোমার প্রিয় কৃষ্ণচূড়া ফুল,
তুমি আসবে বলে,তোমায় দেব বলে।
তোমার জন্য দক্ষিণ দোয়ার রেখেছি খুলে
তুমি এসো সখি ইচ্ছে হলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিশ্বামিত্র ০৩/০৮/২০১৭অপূর্ব!অপূর্ব !!অনবদ্য।
-
ন্যান্সি দেওয়ান ০২/০৮/২০১৭Nice.
-
জসিম উদ্দিন জয় ০২/০৮/২০১৭চমৎকার রোমান্টিক কবিতা