তুমি নেই বলে
তুমি নেই বলে জীবন আজ শুষ্ক মরুভূমি,
তুমি নেই বলে প্রতিক্ষণে করুণার ধ্বনি শুনি।
তুমি নেই বলে ব্যস্ত সময় হয়ে গেছে স্তব্ধ,
তুমি নেই বলে কবিতা আমার পায় না খুজেঁ শব্দ।
তুমি নেই বলে দিতে পারি না গানে সুর,
তুমি নেই বলে স্বপ্ন ভেঙ্গে হয়ে গেছে চুরচুর।
তুমি নেই বলে প্রকৃতির রূপ লাগে না আর ভালো,
তুমি নেই বলে রঙ্গিন জীবন হয়ে গেছে সাদা কালো।
তুমি নেই বলে বিষন্নতায় ছেয়ে গেছে মন
তুমি নেই তাই তোমায় ভাবি সারাক্ষণ।
তুমি নেই বলে বাদল দিন আর ভালো লাগেনা,
তুমি নেই বলে বাদল দিনে কদম ফুল তোলা হয় না।
তুমি নেই বলে চাদঁনী রাত হাহাকারে ভরে যায়,
তুমি নেই বলে সুখের জীবন পুড়ে হয়েছে ছাই।
তুমি নেই বলে আজ আমি নেই,
আর আসবো না ফিরে,চলে এসেছি দূরে বহুদূরে।
তুমি নেই বলে প্রতিক্ষণে করুণার ধ্বনি শুনি।
তুমি নেই বলে ব্যস্ত সময় হয়ে গেছে স্তব্ধ,
তুমি নেই বলে কবিতা আমার পায় না খুজেঁ শব্দ।
তুমি নেই বলে দিতে পারি না গানে সুর,
তুমি নেই বলে স্বপ্ন ভেঙ্গে হয়ে গেছে চুরচুর।
তুমি নেই বলে প্রকৃতির রূপ লাগে না আর ভালো,
তুমি নেই বলে রঙ্গিন জীবন হয়ে গেছে সাদা কালো।
তুমি নেই বলে বিষন্নতায় ছেয়ে গেছে মন
তুমি নেই তাই তোমায় ভাবি সারাক্ষণ।
তুমি নেই বলে বাদল দিন আর ভালো লাগেনা,
তুমি নেই বলে বাদল দিনে কদম ফুল তোলা হয় না।
তুমি নেই বলে চাদঁনী রাত হাহাকারে ভরে যায়,
তুমি নেই বলে সুখের জীবন পুড়ে হয়েছে ছাই।
তুমি নেই বলে আজ আমি নেই,
আর আসবো না ফিরে,চলে এসেছি দূরে বহুদূরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এম এম হোসেন ০৮/০৮/২০১৭সুন্দর।
-
আব্দুল হক ২৪/০৭/২০১৭আপনি সুন্দর লিখেছেন, ধন্যবাদ!!!!
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৪/০৭/২০১৭অনেক ভালো।
-
ন্যান্সি দেওয়ান ২৪/০৭/২০১৭Better.
-
নাবিক ২৪/০৭/২০১৭দারুণ লাগলো 👍