গৌধুলীর মেয়ে
'"গোধূলির মেয়ে"'
এম.আই.ইমন
কোন এক গোধূলি বেলায়
তোমায় প্রথম দেখা।
এলোমেলো চুল বাতাসের সাথে খেলা করছিল,
তোমার ওই ঠোঁটের বেলকুনীতে ছিল অনবদ্য হাসি।
চোখগুলো ছিল ঠিক অপ্সরীর মত।
আকাশের গভীরতার মত ছিল তোমার দৃষ্টি,
তোমার চোখে হারিয়ে গিয়েছিলাম আমি।
তোমার কাছে হার মেনে ছিল গোধূলি।
কবিতার উপমায় হয়ত তোমার বৈচিত্র্য লিখে শেষ করা যাবে না।
কোন কবিই তার ব্যাখ্যা দিতে পারবে না।
তোমার সৌন্দর্য্য ভিঞ্চি কিংবা জয়নুল এর মত কেউ রংতুলিতে সীমাবদ্ধ করতে পারবে না।
তোমার তুলনা তুমি নিজেই
তুমি আমার দেখা এক ডুবন্ত গোধূলির মেয়ে।
এম.আই.ইমন
কোন এক গোধূলি বেলায়
তোমায় প্রথম দেখা।
এলোমেলো চুল বাতাসের সাথে খেলা করছিল,
তোমার ওই ঠোঁটের বেলকুনীতে ছিল অনবদ্য হাসি।
চোখগুলো ছিল ঠিক অপ্সরীর মত।
আকাশের গভীরতার মত ছিল তোমার দৃষ্টি,
তোমার চোখে হারিয়ে গিয়েছিলাম আমি।
তোমার কাছে হার মেনে ছিল গোধূলি।
কবিতার উপমায় হয়ত তোমার বৈচিত্র্য লিখে শেষ করা যাবে না।
কোন কবিই তার ব্যাখ্যা দিতে পারবে না।
তোমার সৌন্দর্য্য ভিঞ্চি কিংবা জয়নুল এর মত কেউ রংতুলিতে সীমাবদ্ধ করতে পারবে না।
তোমার তুলনা তুমি নিজেই
তুমি আমার দেখা এক ডুবন্ত গোধূলির মেয়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ২৮/০৪/২০১৭বেশ তো ...
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৮/০৪/২০১৭গৌধুলী > গোধূলি
-
শাহারিয়ার ইমন ২৮/০৪/২০১৭চমতকার
-
সাইয়িদ রফিকুল হক ২৮/০৪/২০১৭বাঃ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ২৮/০৪/২০১৭দারুন কম্পোজিশন
ভক্তি াার নিবেদনের সংমিশ্রণে