বিশ্বনবী
আরব দেশের বাদশা তুমি
তুমিই অন্ধকারের দিশারী।
সবার মনে প্রদীপ জ্বেলে
হয়েছ আমাদের বিশ্বনবী।
অনেক কষ্ট বুকে নিয়ে
গেয়েছ সত্যের জয়গান।
দুঃখকে দুঃখ মনে করনি তুমি
করেছ তার সুষ্ঠ সমাধান।
মিথ্যাকে করেছ জয়,
শত্রুকে করেছ বন্ধু।
অল্প বয়সে হারিয়েছ পিতামাতা,
তবুও থামাওনি ইসলামের প্রচারযাত্রা
আরব থেকে শুরু করে করেছ বিশ্বজয়
সবার মনে ইসলামের আলো জ্বেলে
হয়েছ শান্তির পথের দিশারী।
তুমিই অন্ধকারের দিশারী।
সবার মনে প্রদীপ জ্বেলে
হয়েছ আমাদের বিশ্বনবী।
অনেক কষ্ট বুকে নিয়ে
গেয়েছ সত্যের জয়গান।
দুঃখকে দুঃখ মনে করনি তুমি
করেছ তার সুষ্ঠ সমাধান।
মিথ্যাকে করেছ জয়,
শত্রুকে করেছ বন্ধু।
অল্প বয়সে হারিয়েছ পিতামাতা,
তবুও থামাওনি ইসলামের প্রচারযাত্রা
আরব থেকে শুরু করে করেছ বিশ্বজয়
সবার মনে ইসলামের আলো জ্বেলে
হয়েছ শান্তির পথের দিশারী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ২৮/০৪/২০১৭ভালো ...
-
মধু মঙ্গল সিনহা ২৮/০৪/২০১৭বেশ।
-
হাছিবুর ২৮/০৪/২০১৭ভাইয়া অনেক সুন্দার হয়েছে
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ২৮/০৪/২০১৭সুন্দর বর্ণনা ।।রাসূলের প্রেমে সুন্দর কবিতা