রক্তিম ফেব্রুয়ারি
"'রক্তিম ফেব্রুয়ারি"'
এম.আই.ইমন
"রমনা মাঠের দক্ষিণ পাশে,
হঠাৎ বৃষ্টি ধারার মত শুরু হল গুলি।
অঙ্কুরিত বীজের খোসার মত পড়ল লাশ
রক্তে রক্তাত হয়ে গেল ধুলি।
জীবনকে বিলিয়ে দিয়ে সালাম,বরকত,রফিকরা
গিয়ে গেল মাতৃভাষার গান।
রাষ্ট্র ভাষা বাংলা চাই
গর্জে গর্জিত হয়েছিল বাংলার মাটি
পারে নি পাক বাহিনীরা দামাল ছেলেদের থামাতে।
অর্জিত করেছে কাংক্ষিত মাতৃভাষাকে।
করেছে বিশ্বের দ্বারে বাংলার রক্তিম অভ্যূত্থান।
সেই সালাম,বরকত,রফিকরা আজো বেঁচে আছে,
বাংলার মাঝে প্রতিটি শব্দের সাথে।
এম.আই.ইমন
"রমনা মাঠের দক্ষিণ পাশে,
হঠাৎ বৃষ্টি ধারার মত শুরু হল গুলি।
অঙ্কুরিত বীজের খোসার মত পড়ল লাশ
রক্তে রক্তাত হয়ে গেল ধুলি।
জীবনকে বিলিয়ে দিয়ে সালাম,বরকত,রফিকরা
গিয়ে গেল মাতৃভাষার গান।
রাষ্ট্র ভাষা বাংলা চাই
গর্জে গর্জিত হয়েছিল বাংলার মাটি
পারে নি পাক বাহিনীরা দামাল ছেলেদের থামাতে।
অর্জিত করেছে কাংক্ষিত মাতৃভাষাকে।
করেছে বিশ্বের দ্বারে বাংলার রক্তিম অভ্যূত্থান।
সেই সালাম,বরকত,রফিকরা আজো বেঁচে আছে,
বাংলার মাঝে প্রতিটি শব্দের সাথে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সন্দীপ দাস ২৮/০৪/২০১৭অসাধারন
-
আব্দুল হক ২৭/০৪/২০১৭সুন্দর লিখেছেন; মোবারকবাদ!
-
মধু মঙ্গল সিনহা ২৭/০৪/২০১৭সুন্দর লেখা।
-
সাঁঝের তারা ২৭/০৪/২০১৭বেশ ভাল ...
-
শাহারিয়ার ইমন ২৭/০৪/২০১৭অসাধারন