মা
"'মা"'
এম.আই.ইমন
মা কথাটি অতি মধুর
সর্বজনে তা জানে ।
মায়ের মত আপন কেহ
আছে কি ত্রিভূবনে।
মা শব্দটি অতি ক্ষুদ্র
তুলনা তাহার নাই।
মা,তুমি আমার জীবনে
সবচেয়ে বড় পাওয়া।
তুমি না হলে হত না এই
জীবনটা পাওয়া।
তোমার মাঝে বাঁচার উৎস
তুমিই আমার বেহেস্ত।
ক্লান্ত শরীরে,ব্যস্ত কাজে
তোমায় দেখলে লাগে বেশ।
তোমার মুখের বাণী শুনে
মনটা যায় ভরে।
তোমার কোলে মাথা রেখে
মরতে চাই অবশেষে।
এম.আই.ইমন
মা কথাটি অতি মধুর
সর্বজনে তা জানে ।
মায়ের মত আপন কেহ
আছে কি ত্রিভূবনে।
মা শব্দটি অতি ক্ষুদ্র
তুলনা তাহার নাই।
মা,তুমি আমার জীবনে
সবচেয়ে বড় পাওয়া।
তুমি না হলে হত না এই
জীবনটা পাওয়া।
তোমার মাঝে বাঁচার উৎস
তুমিই আমার বেহেস্ত।
ক্লান্ত শরীরে,ব্যস্ত কাজে
তোমায় দেখলে লাগে বেশ।
তোমার মুখের বাণী শুনে
মনটা যায় ভরে।
তোমার কোলে মাথা রেখে
মরতে চাই অবশেষে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ২৬/০৪/২০১৭মা কে নিয়ে সুন্দর কবিতা
-
মুহাম্মাদ রাসেল উদ্দীন ২৬/০৪/২০১৭চমৎকার হয়েছে
-
সাঁঝের তারা ২৬/০৪/২০১৭খুব সুন্দর!