Mozahedur Islam Emon
বসন্ত
এম.আই.ইমন
""আমার ফাল্গুন মন আজ,
ছেয়েছে বসন্তে।
বসন্ত, তুই কি আমার-
প্রিয়ার মাথার ফুটন্ত লাল গোলাপ?
বসন্ত, তুই কি আমার হারিয়ে যাওয়া
মধুর স্মৃতির প্রলাপ।
বসন্ত, তুই কি আমার-
প্রিয়ার চুলের সুবাস ?
নাকি রাখালের দুরন্ত ঘুড়ির মত
প্রকৃতির আভাস।
বসন্ত, তুই কি আমার-
জলরং দিয়ে আকাঁ ছবি?
বসন্ত, তুই কি আমার -
একাকী রাতের ম্লান জুলমাত শর্বরী।
নাকি জীবনানন্দ দাশের ঝরা, পালকের ধূসর পান্ডুলিপি।""
এম.আই.ইমন
""আমার ফাল্গুন মন আজ,
ছেয়েছে বসন্তে।
বসন্ত, তুই কি আমার-
প্রিয়ার মাথার ফুটন্ত লাল গোলাপ?
বসন্ত, তুই কি আমার হারিয়ে যাওয়া
মধুর স্মৃতির প্রলাপ।
বসন্ত, তুই কি আমার-
প্রিয়ার চুলের সুবাস ?
নাকি রাখালের দুরন্ত ঘুড়ির মত
প্রকৃতির আভাস।
বসন্ত, তুই কি আমার-
জলরং দিয়ে আকাঁ ছবি?
বসন্ত, তুই কি আমার -
একাকী রাতের ম্লান জুলমাত শর্বরী।
নাকি জীবনানন্দ দাশের ঝরা, পালকের ধূসর পান্ডুলিপি।""
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলম সারওয়ার ১৩/০৬/২০১৭দারুন হয়েছে বলে শুভেচ্ছা থাকল আমার
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ২২/০৪/২০১৭ওহ!!
দারুণ কম্পোজিশন!!! -
আশুতোষ দালাল ২২/০৪/২০১৭খুব ভালো
-
মধু মঙ্গল সিনহা ২১/০৪/২০১৭বেশ ভাল।
-
সাঁঝের তারা ২১/০৪/২০১৭বেশ ভাল