www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভুতও ভবিষ্যত

আমাদের লাল কালো প্রেম
জমলো শুধুই ঘুড়িতে, তোর-
যৌবন ছুঁলো এক মুখোশ
তিনটি শব্দের দড়িতে, আমি-
ভাবছি দেখা আর কি হবে?
মন তো বলছে হবেই হবে!
ট্রেনটার শেষ কম্পার্টমেন্ট,
হ্যা, নাতনি সমেদ বৃদ্ধা তুই;
সংসার পোষে অন্য হাতে
আপনা'র বলতে গোটা দুই।
ঘরে থাকতে ভাল লাগেনা
কি ঘুরতে যাচ্ছিস দার্জেলিং
মুখোশ গেছে গত'র দলে
সাদা থান সঙ্গী হলে, বারণ-
প্রিয় উজ্জল রং পিংক!
আমিটাও তখন বেজায় ফ্রী
দুটো থেকে পা হয়ে গেছে থ্রী
সঙ্গী বলতে সিগারেট বিড়ি
পথটা হেঁটে দাড়িয়ে পরি
সেই ভ্রমন বিলাস সারিতে
ট্রেনটার শেষ কম্পার্টমেন্ট-
মুখোমুখি দুই বুড়ো বুড়িতে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৬২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/০৮/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast