নাম দেব না
রাতগুলোও কি একলা একা
ব্যকুল চোখে তাকিয়ে থাকে-
অপেক্ষাতে, আমার মত,
তুমিও কি গো ফিরবে না আর
ফেরেনি যেমন বয়স কালে-
গণিত হিসেব গতকাল যত।
ভুল নিয়মের দণ্ড আবেগ
মাথা ভর্তি সরল বিবেক-
ঘুমের গায়ে জড়ালো ক্ষত,
হতাশা দিয়ে আশার কতল-
ভেজাল ছোঁয়া বিষের বোতল,
মরব, বন্ধ আমার সেই সে পথও।
ব্যকুল চোখে তাকিয়ে থাকে-
অপেক্ষাতে, আমার মত,
তুমিও কি গো ফিরবে না আর
ফেরেনি যেমন বয়স কালে-
গণিত হিসেব গতকাল যত।
ভুল নিয়মের দণ্ড আবেগ
মাথা ভর্তি সরল বিবেক-
ঘুমের গায়ে জড়ালো ক্ষত,
হতাশা দিয়ে আশার কতল-
ভেজাল ছোঁয়া বিষের বোতল,
মরব, বন্ধ আমার সেই সে পথও।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সৌরভ তালুকদার ২২/০৮/২০১৭বাহ,
-
অর্ক রায়হান ২২/০৮/২০১৭চমৎকার।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২২/০৮/২০১৭অনেক ভালো।
-
সুশান্ত বিশ্বাস ২১/০৮/২০১৭অনেক ভালো লাগলো
-
সাঁঝের তারা ২১/০৮/২০১৭বেশ ভালো