শ্রাবণের কান্না
গগণ হতে ভূতল জুড়িয়া অঝোর ধারার ঝরি
আজি কেন ও ময়ন্তী পরনি রঙ্গিন পেড়ে শাড়ি
আজি রহিয়াছ কেন তুমি অবঞ্জিত থানে মুরি
আজি কি হল তোমার সদা কৌতূহলী
আনন্দিতা নারী
আজি লোক সমাগম বসেছে মেলা তোমার বাগান বাড়ি
আজি মুখে মুখে কেন শুনছি প্রিয়, শুনছি নামটি হরি
আজি নয়ন ভরিয়া দেখিবার সাধ,
কেন সকলের আসিছে ফিরি
যেমন উদিত ছিল বিবাহ লগ্নে দেখিতেও রূপ সুধা, অপরূপা বাহারি
চতুষ্কোণে কত কোলাহল তবু কেন
আজি শয়নে তুমি নিদ্রা আহারী
আজি ভীষণ রকম মৌন আমি, খুঁজছি তোমার চঞ্চলতা নারী
বহুমূল্যের রত্ন আমি ফেলিলাম বুঝি হারি
গগন হতে ভূতল জুড়িয়া অঝোর ধারার ঝরি
আজি কেন নিথর তুমি, কেন তৃপ্ত হেসে কৌতূহলে বৃষ্টির বুকে হাত বাড়াচ্ছ না,
না এটা বৃষ্টি না, এ যে শ্রাবণের কান্না।।
আজি কেন ও ময়ন্তী পরনি রঙ্গিন পেড়ে শাড়ি
আজি রহিয়াছ কেন তুমি অবঞ্জিত থানে মুরি
আজি কি হল তোমার সদা কৌতূহলী
আনন্দিতা নারী
আজি লোক সমাগম বসেছে মেলা তোমার বাগান বাড়ি
আজি মুখে মুখে কেন শুনছি প্রিয়, শুনছি নামটি হরি
আজি নয়ন ভরিয়া দেখিবার সাধ,
কেন সকলের আসিছে ফিরি
যেমন উদিত ছিল বিবাহ লগ্নে দেখিতেও রূপ সুধা, অপরূপা বাহারি
চতুষ্কোণে কত কোলাহল তবু কেন
আজি শয়নে তুমি নিদ্রা আহারী
আজি ভীষণ রকম মৌন আমি, খুঁজছি তোমার চঞ্চলতা নারী
বহুমূল্যের রত্ন আমি ফেলিলাম বুঝি হারি
গগন হতে ভূতল জুড়িয়া অঝোর ধারার ঝরি
আজি কেন নিথর তুমি, কেন তৃপ্ত হেসে কৌতূহলে বৃষ্টির বুকে হাত বাড়াচ্ছ না,
না এটা বৃষ্টি না, এ যে শ্রাবণের কান্না।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুজিত মান্না ১০/১১/২০১৬বেশ
-
সাইয়িদ রফিকুল হক ০৭/১১/২০১৬৫০-৬০ বছর আগেকার কবির রচনার স্বাদ পেলাম।
-
পরশ ০৬/১১/২০১৬অসাধারন