www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শূন্য পকেট

যখন তোমার টাকা ছাড়া শূন্য পকেট ;
আত্মীয় স্বজনরা তখন স্মৃতিভ্রষ্ট হয়ে যায় ,
এবং তাদের থেকে বিনামূল্যে কিছু পরামর্শ পাওয়া যায় ,
এটা সত্যিই বিরল একটা পাওয়া ।

শূন্য পকেটে কোথাও আশ্রয় হয়না ;
রাস্তায় ঘুরে ঘুরে পায়ে ফোসকা পড়ে যায় ,
এবং দুঃখ কষ্ট তখন বিনা সিগনালে আঘাত হেনে যায় ,
এটা জলজ্যান্ত একটা অভিজ্ঞতা ।

যখন তোমার টাকা ছাড়া শূন্য পকেট ;
তখন সকল আধিপত্য ভেঙে বিলীন হয়ে যায় ,
এবং পাশের মানুষগুলোও বড্ড বেশিই অচেনা হয়ে যায় ,
টাকা ছাড়া তুমি তখন একটা শুন্য ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২১৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/১০/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast