শূন্য পকেট
যখন তোমার টাকা ছাড়া শূন্য পকেট ;
আত্মীয় স্বজনরা তখন স্মৃতিভ্রষ্ট হয়ে যায় ,
এবং তাদের থেকে বিনামূল্যে কিছু পরামর্শ পাওয়া যায় ,
এটা সত্যিই বিরল একটা পাওয়া ।
শূন্য পকেটে কোথাও আশ্রয় হয়না ;
রাস্তায় ঘুরে ঘুরে পায়ে ফোসকা পড়ে যায় ,
এবং দুঃখ কষ্ট তখন বিনা সিগনালে আঘাত হেনে যায় ,
এটা জলজ্যান্ত একটা অভিজ্ঞতা ।
যখন তোমার টাকা ছাড়া শূন্য পকেট ;
তখন সকল আধিপত্য ভেঙে বিলীন হয়ে যায় ,
এবং পাশের মানুষগুলোও বড্ড বেশিই অচেনা হয়ে যায় ,
টাকা ছাড়া তুমি তখন একটা শুন্য ।
আত্মীয় স্বজনরা তখন স্মৃতিভ্রষ্ট হয়ে যায় ,
এবং তাদের থেকে বিনামূল্যে কিছু পরামর্শ পাওয়া যায় ,
এটা সত্যিই বিরল একটা পাওয়া ।
শূন্য পকেটে কোথাও আশ্রয় হয়না ;
রাস্তায় ঘুরে ঘুরে পায়ে ফোসকা পড়ে যায় ,
এবং দুঃখ কষ্ট তখন বিনা সিগনালে আঘাত হেনে যায় ,
এটা জলজ্যান্ত একটা অভিজ্ঞতা ।
যখন তোমার টাকা ছাড়া শূন্য পকেট ;
তখন সকল আধিপত্য ভেঙে বিলীন হয়ে যায় ,
এবং পাশের মানুষগুলোও বড্ড বেশিই অচেনা হয়ে যায় ,
টাকা ছাড়া তুমি তখন একটা শুন্য ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১৩/১০/২০২৩সত্য কথা বলেছেন।
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ১৩/১০/২০২৩🌹
-
আলমগীর সরকার লিটন ১২/১০/২০২৩বেশ সত্যকথাগুলো
-
ফয়জুল মহী ১১/১০/২০২৩নান্দনিক উপস্থাপন,
খুব ভালো লাগলো।।