তবুও হাঁটছি
কারারুদ্ধ গতকালের সাথে আমি হাঁটছি ,
গন্তব্য কোথায় তা জানা নেই তবু হাঁটছি ;
মৃত পাতার উপর ভর দিয়ে হেঁটে চলেছি ।
রাস্তা সেতো যেকোন জায়গায় চলে যায় ,
আমার বিরল পদক্ষেপও ক্লান্ত হয়ে যায় ;
কাঙ্খিত গন্তব্যকে আজ বিদেশ মনে হয় ।
পদধ্বনির দীর্ঘশ্বাস নিয়েই নিরবে হাঁটছি ,
নিজের ভাগ্য মাঝে নিজেই বন্দী হয়েছি ;
নির্যাতিত আত্মায় ব্যথাও অনুভব করছি ।
আমি হাঁটছি সুন্দর আগামীর অপেক্ষায় ,
সফলতা আটকে যায় কাটা ভরা রাস্তায় ;
তবুও হাঁটছি সে পথ অতিক্রমের আশায় ।
গন্তব্য কোথায় তা জানা নেই তবু হাঁটছি ;
মৃত পাতার উপর ভর দিয়ে হেঁটে চলেছি ।
রাস্তা সেতো যেকোন জায়গায় চলে যায় ,
আমার বিরল পদক্ষেপও ক্লান্ত হয়ে যায় ;
কাঙ্খিত গন্তব্যকে আজ বিদেশ মনে হয় ।
পদধ্বনির দীর্ঘশ্বাস নিয়েই নিরবে হাঁটছি ,
নিজের ভাগ্য মাঝে নিজেই বন্দী হয়েছি ;
নির্যাতিত আত্মায় ব্যথাও অনুভব করছি ।
আমি হাঁটছি সুন্দর আগামীর অপেক্ষায় ,
সফলতা আটকে যায় কাটা ভরা রাস্তায় ;
তবুও হাঁটছি সে পথ অতিক্রমের আশায় ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ০৬/১০/২০২২সুন্দর অন্তমিল কবি দা
-
বোরহানুল ইসলাম লিটন ০৪/১০/২০২২অতুলণীয় কাব্যিক নিবেদন!
শুভ কামনা রইল! -
শ.ম. শহীদ ০৪/১০/২০২২অসাধারণ একটা কবিতা পাঠে মুগ্ধ হয়েছি সম্মানিত কবি।
ভালো থাকুন এই কামনা রইলো। -
ফয়জুল মহী ০২/১০/২০২২মাধুর্যমণ্ডিত ও সুপ্রসন্ন লেখনী ।