www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ফেরার আশা

অশ্রু আর বিষাদে ভরা আজ সারা পৃথিবী ;
পৃথিবীর বারান্দা জুড়ে শুধু ভয় আর ভীতি
জাতি ধর্ম বর্ণ মিলে মিশে গড়েছে সম্প্রীতি ।
সারা পৃথিবীটাই আজ হয়ে আছে গৃহবন্দী ;
ভুলে গেছে সবাই আজ কে কার প্রতিদ্বন্দ্বী
প্রত্যেকে নিজের ঘরের কন্ডেম সেলে বন্দী ।
সাহস আর ক্ষমতার নেই কোনই বাহাদুরী ;
মৃত্যুর ভয়ে ভীত আজ পৃথিবীর সব নগরী
প্রতিটি ঘরই আজ একটা করে জেলবাড়ি ।
পৃথিবীর প্রচ্ছদ জুড়ে আজ মৃত্যুর উল্লাস ;
নতুন মলাটে পুরনো পৃথিবীটার সিলেবাস
প্রতিটি সিলিং এ বন্দী অনাহারী দীর্ঘশ্বাস ।
আজ নেই পরিবেশ দূষণ ; নেই শব্দ দূষণ ;
নেই কোন বিশ্বনেতা ;নেত্রীর বেহুদা ভাষণ
নেই মোড়ল দেশের শাসন কিম্বা নির্যাতন ।
লাগামহীন ঘোরার মতো ছুটে চলার বিশ্বে ;
আজ সবাই ভুলে গেছে কার ব্যস্ততা কিসে
তবুও স্বপ্ন এ বিশ্ব ফিরবেই চিরচেনা দৃশ্যে ।
বিষয়শ্রেণী: সমসাময়িক
ব্লগটি ৪৭৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০৪/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • পি পি আলী আকবর ২৪/০৪/২০২০
    ভালো
  • Khub valo bastab kobita
  • ফয়জুল মহী ২২/০৪/২০২০
    নিখুঁত প্রকাশ।
 
Quantcast