সমাজ চিত্র
ঐ যে ওখানে অজ্ঞাত যে লাশটা পড়ে আছে ;
লাশটা আমার ভাইয়ের তাকে কাল খুন করা হয়েছে ,
তার অপরাধ সৎ এবং আদর্শ নিয়েই বাঁচতে চেয়েছে
সন্ত্রাস;মাদক আর দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ।
ঐ যে একটু দূরে ধর্ষিতা যুবতীটা পড়ে আছে ;
সে আমার বোন ধর্ষণ করে তাকে খুনও করা হয়েছে ,
তার অপরাধ সে ঘুণ ধরা সমাজেও স্বাবলম্বী হয়েছে
সমাজের রক্ত চক্ষু উপেক্ষা করেই মাথা উঁচু করেছে ।
ঐ যে একটু দূরে যে বৃদ্ধের লাশ দেখা যাচ্ছে ;
সে আমার পিতা গতরাতেই তাকে খুন করা হয়েছে ,
তার অপরাধ টাকা নিয়ে রাস্তা দিয়ে একাই ফিরছে
টাকার সাথে তাই তার প্রাণটাই ছিনতাই হয়ে গেছে ।
ঐ যে একটু দূরে শিশুটার লাশ পড়ে আছে ;
সে আমার সন্তান স্কুল ফিরতে দূর্ঘটনায় মারা গেছে ,
তার কি অপরাধ? সেতো নিয়ম মেনে রাস্তায় চলছে
অথচ বেপরোয়া গাড়ি তার জীবন গতিই থামিয়েছে ।
লাশগুলো হাসপাতালের মর্গে চলে এসেছে ;
পোষ্ট মর্টেম করার আগে ডোম ব্যাটাও মদ গিলছে ,
মদ গিলে শরীরগুলো আবার কেটে চৌচির করেছে
ডাক্তার সাহেবও দূরে দাঁড়িয়ে খুঁটিনাটি সব দেখছে ।
রাস্তার মোড়েমোড়ে আজ মানববন্ধন হচ্ছে ;
মামলা হয়েছে খুনিদের ফাঁসির জন্য সবাই ফুঁসছে ,
অথচ আইনের চোখ কালো কাপড়েই বাঁধা থাকছে
বিচারকও নিক্তিতে ক্ষমতার ওজনটাই মেপে যাচ্ছে ।
লাশটা আমার ভাইয়ের তাকে কাল খুন করা হয়েছে ,
তার অপরাধ সৎ এবং আদর্শ নিয়েই বাঁচতে চেয়েছে
সন্ত্রাস;মাদক আর দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ।
ঐ যে একটু দূরে ধর্ষিতা যুবতীটা পড়ে আছে ;
সে আমার বোন ধর্ষণ করে তাকে খুনও করা হয়েছে ,
তার অপরাধ সে ঘুণ ধরা সমাজেও স্বাবলম্বী হয়েছে
সমাজের রক্ত চক্ষু উপেক্ষা করেই মাথা উঁচু করেছে ।
ঐ যে একটু দূরে যে বৃদ্ধের লাশ দেখা যাচ্ছে ;
সে আমার পিতা গতরাতেই তাকে খুন করা হয়েছে ,
তার অপরাধ টাকা নিয়ে রাস্তা দিয়ে একাই ফিরছে
টাকার সাথে তাই তার প্রাণটাই ছিনতাই হয়ে গেছে ।
ঐ যে একটু দূরে শিশুটার লাশ পড়ে আছে ;
সে আমার সন্তান স্কুল ফিরতে দূর্ঘটনায় মারা গেছে ,
তার কি অপরাধ? সেতো নিয়ম মেনে রাস্তায় চলছে
অথচ বেপরোয়া গাড়ি তার জীবন গতিই থামিয়েছে ।
লাশগুলো হাসপাতালের মর্গে চলে এসেছে ;
পোষ্ট মর্টেম করার আগে ডোম ব্যাটাও মদ গিলছে ,
মদ গিলে শরীরগুলো আবার কেটে চৌচির করেছে
ডাক্তার সাহেবও দূরে দাঁড়িয়ে খুঁটিনাটি সব দেখছে ।
রাস্তার মোড়েমোড়ে আজ মানববন্ধন হচ্ছে ;
মামলা হয়েছে খুনিদের ফাঁসির জন্য সবাই ফুঁসছে ,
অথচ আইনের চোখ কালো কাপড়েই বাঁধা থাকছে
বিচারকও নিক্তিতে ক্ষমতার ওজনটাই মেপে যাচ্ছে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইদুর রহমান ০৪/০৫/২০১৯বাস্তব।
-
রনোজিত সরকার(বামুনের চাঁদ) ২৯/০৪/২০১৯Valo laglo 👍
-
সাইয়িদ রফিকুল হক ২৭/০৪/২০১৯ভালো।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৭/০৪/২০১৯Good