www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আঠারোটা উলঙ্গ বুলেট

আঠারোটা বেওয়ারিশ বুলেটের উলঙ্গ নৃত্য
মুহূর্তেই যে শরীরকে করেছিলো ক্ষতবিক্ষত ,
সেতো তুমি নও পিতা সে বাঙালীর হৃৎপিণ্ড
খামচে ধরেছিলো তোমার স্বাধীন মানচিত্র ৷

যে বুকটাতে বাংলাদেশ ঘুমোতে চেয়েছিলো
যে বুকে সাত কোটি মানুষের বসবাস ছিলো ,
আঠারোটা বুলেট সে বুকে স্থান করে নিলো
সাথে বাঙালী আর বাংলাদেশ এতিম হলো ৷

ওরা বুঝেছিলো তুমি বাংলাদেশের হৃৎপিণ্ড
তাইতো তোমার বিরুদ্ধে চললো ঘৃণ্য চক্রান্ত ,
সেই হৃৎপিণ্ডতে অাঠারো বুলেট ঠুকে দিলো
আর স্বাধীনতাকে কালো কালিমায় ঢাকলো ৷

ওরা জানতোনা কীর্তিমানরা কখনো মরেনা
ওরা ভুলে গেছিলো দেশপ্রেম,আদর্শ মরেনা ,
আর বঙ্গবন্ধু সেই দেশ যে ভাঙে, মচকায়না
তাইতো ধানমন্ডির ৩২-এ দিলো জঘৃন্য হানা ৷

তোমার তর্জনীর শক্তি ওরা টের পেয়েছিলো
বুঝেছিলো দেশের জন্য সে তর্জনীটা অমূল্য
তাই উলঙ্গ বুলেটে সে তর্জনীই থেঁতলে দিলো
আর বাঙালির স্বপ্ন বীজ অঙ্কুরে ধ্বংস হলো ৷
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬১৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০৮/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast