জীবন্ত ছবি
সারাদিনের কর্ম ব্যস্ততাটুকু ঝেড়ে ফেলে ,
চিলের ডানায় ভর করে উড়ে এলো ক্লান্ত সন্ধ্যা ,
নিত্যদিনের মতোই জ্বলে উঠেছে সন্ধ্যাবাতির ফোয়ারা ৷
কিছু আল্লাহ ওয়ালা ছুটেছে মসজিদ পানে ,
আর কিছু লোক এ দোকান ও দোকান ঢুঁ মারছে ,
ওদিকে সন্ধ্যাবাতির নিচে পশরা সাজিয়ে বসেছে রাতের পাখিরা ৷
নষ্ট পুরুষরাও ব্যতিব্যস্ত কামবাসনা চরিতার্থ করতে ,
সেই কামবাসনায় বিক্রি হয় রাতের পাখিরা ,
শুধু বিক্রি হয়না তাদের মন যা ভরা আছে চাপা অভিমানে ৷
কেউবা ওদের বেশ্যা ডাকে কেউ বলে নটি ,
অথচ ভাতের আশায় রাতের আঁধারে বিক্রিত শরীর ,
এ যেন ঘুমহীন চোখে অপলক দেখা এক ত্রি-মাত্রিক জীবন্ত ছবি ৷
চিলের ডানায় ভর করে উড়ে এলো ক্লান্ত সন্ধ্যা ,
নিত্যদিনের মতোই জ্বলে উঠেছে সন্ধ্যাবাতির ফোয়ারা ৷
কিছু আল্লাহ ওয়ালা ছুটেছে মসজিদ পানে ,
আর কিছু লোক এ দোকান ও দোকান ঢুঁ মারছে ,
ওদিকে সন্ধ্যাবাতির নিচে পশরা সাজিয়ে বসেছে রাতের পাখিরা ৷
নষ্ট পুরুষরাও ব্যতিব্যস্ত কামবাসনা চরিতার্থ করতে ,
সেই কামবাসনায় বিক্রি হয় রাতের পাখিরা ,
শুধু বিক্রি হয়না তাদের মন যা ভরা আছে চাপা অভিমানে ৷
কেউবা ওদের বেশ্যা ডাকে কেউ বলে নটি ,
অথচ ভাতের আশায় রাতের আঁধারে বিক্রিত শরীর ,
এ যেন ঘুমহীন চোখে অপলক দেখা এক ত্রি-মাত্রিক জীবন্ত ছবি ৷
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রেজাউল রেজা (নীরব কবি) ০২/০২/২০১৮
-
মোঃ ফাহাদ আলী ০১/০২/২০১৮জীবনের গভীর মূলের অনুভূতি প্রকাশ শুভকামনা রইল প্রিয় কবি।
-
রনি বিশ্বাস ০১/০২/২০১৮অসাধারণ কবি বন্ধু। শুভ কমনা রইল।
-
সাইয়িদ রফিকুল হক ৩১/০১/২০১৮জীবনের ছবি।
এক কথায় অসাধারণ.!