আমি সেই
আমিই সেই , যে চেতনার কথা বলি
আবার আততায়ীর সাথে গোপন সমঝোতা করি
চেতনা সেতো আমার ঢাল
আহাম্মক জনতা ছিঁড়বে আমার বাল ৷
আমিই সেই , যে নারী অধিকারের কথা বলি
আবার কামাতুর চোখে সেই নারীরই বুকের খাঁজটা খুঁজি ,
আমার চোখে বাদ যায়না
ষোড়শী নারী কিংবা কোন বিবস্ত্র পাগলী বলি ফিগারটা মন্দ না৷
আমিই সেই , যে মানবাধিকারের কথা বলি
অথচ নিজের ঘরেই মানবাধিকার লঙ্ঘন করি ,
মানবাধীকার তার আর কি দরকার
অধিকারই নাই যার সেকি করবে দিয়ে মানবাধিকার?
আমিই সেই , যে অনিয়মের বিরদ্ধে চলি
আপন স্বার্থেই সে নিয়ম ভেঙে নতুন নিয়মও গড়ি ,
নিয়ম সেতো তার
মোটা মানিব্যাগ ব্যাংক ব্যালান্স আর ক্ষমতা আছে যার ৷
আমিই সেই , যে মানুষ নামে অমানুষ
মুখোশ পড়ে সেজে আছি ভালো একটা মানুষ ,
আমি কুৎসিত একটা লোক
সুন্দর আর পরিপাটি পোষাকে সেজে আছি একজন ভদ্রলোক ৷
আবার আততায়ীর সাথে গোপন সমঝোতা করি
চেতনা সেতো আমার ঢাল
আহাম্মক জনতা ছিঁড়বে আমার বাল ৷
আমিই সেই , যে নারী অধিকারের কথা বলি
আবার কামাতুর চোখে সেই নারীরই বুকের খাঁজটা খুঁজি ,
আমার চোখে বাদ যায়না
ষোড়শী নারী কিংবা কোন বিবস্ত্র পাগলী বলি ফিগারটা মন্দ না৷
আমিই সেই , যে মানবাধিকারের কথা বলি
অথচ নিজের ঘরেই মানবাধিকার লঙ্ঘন করি ,
মানবাধীকার তার আর কি দরকার
অধিকারই নাই যার সেকি করবে দিয়ে মানবাধিকার?
আমিই সেই , যে অনিয়মের বিরদ্ধে চলি
আপন স্বার্থেই সে নিয়ম ভেঙে নতুন নিয়মও গড়ি ,
নিয়ম সেতো তার
মোটা মানিব্যাগ ব্যাংক ব্যালান্স আর ক্ষমতা আছে যার ৷
আমিই সেই , যে মানুষ নামে অমানুষ
মুখোশ পড়ে সেজে আছি ভালো একটা মানুষ ,
আমি কুৎসিত একটা লোক
সুন্দর আর পরিপাটি পোষাকে সেজে আছি একজন ভদ্রলোক ৷
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রেজাউল রেজা (নীরব কবি) ০৭/০২/২০১৮সুন্দর লিখনী।আমন্ত্রণ আমার পাতায়।
-
সাঁঝের তারা ২৪/০১/২০১৮অনবদ্য
-
শ.ম. শহীদ ২৪/০১/২০১৮বলিষ্ঠ উচ্চারণে গুণীজনের আত্মকথা!!
-
সাইয়িদ রফিকুল হক ২৪/০১/২০১৮ভণ্ডচিত্র।
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৪/০১/২০১৮দারুন প্রতিবাদ । ধন্যবাদ ।।